হ্যাকারদের হুমকির মুখে বিন্দুমাত্র ভয় পাননি হিরো আলম। সোজা পুলিশের দ্বারস্থ হন তিনি। আর অভিযোগ জানানোর ২ ঘণ্টার মধ্যেই নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন আশরাফুল হোসেন আলম। আর এরপরই বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সহযোগিতায় নিজের অ্যাকাউন্টগুলি ফিরে পান হিরো আলম।
হিরে আলম, বাংলাদেশ
হিরো আলম, বাংলাদেশের এই তারকার সঙ্গে নিশ্চয় আলাপ করানোর নেই? প্রতিদিনই কোনও না কোনও কারণে খবরে থাকেন তিনি। এবার তাঁর অভিযোগ, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ তাঁর মোট ৯টি সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে। অ্যাকাউন্ট ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে চাওয়া হচ্ছে ৫ লক্ষ টাকা। অথচ হিরো আলমের আয়ের মূল উৎসই সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা তিনি।
তবে হ্যাকারদের হুমকির মুখে বিন্দুমাত্র ভয় পাননি হিরো আলম। সোজা পুলিশের দ্বারস্থ হন তিনি। আর অভিযোগ জানানোর ২ ঘণ্টার মধ্যেই নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন আশরাফুল হোসেন আলম। আর এরপরই বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সহযোগিতায় নিজের অ্যাকাউন্টগুলি ফিরে পান হিরো আলম। সেকারণে পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।