বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayesha Takia: প্লাস্টিক সার্জারিতে চেহারা বদল! ১৫ বছর পর প্রকাশ্যে এসে তীব্র ট্রোলিংয়ের মুখে, রেগে আগুন আয়েশা টাকিয়া
পরবর্তী খবর
Ayesha Takia: প্লাস্টিক সার্জারিতে চেহারা বদল! ১৫ বছর পর প্রকাশ্যে এসে তীব্র ট্রোলিংয়ের মুখে, রেগে আগুন আয়েশা টাকিয়া
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2024, 11:20 AM ISTRanita Goswami
আয়েশা ট্রোলারদের উদ্দেশ্যে জানিয়েছেন, 'আমি এমন একজন, যাঁকে আপনারা কিশোরী বয়সে দেখেছেন। ১৫ বছর পর তাঁকে একই রকম দেখাবে, আশা করছেন কীভাবে! এটা অবাস্তব ও হাস্যকর, হা হা…।’
আয়েশা টাকিয়া
বহু বছর পর সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা মিলেছে প্রাক্তন অভিনেত্রী আয়েশা টাকিয়ার। শুক্রবার মুম্বই বিমানবন্দরে আয়েশাকে দেখা যেতেই তাঁকে লেন্সবন্দি করেন পাপারাৎজি। আয়েশার সঙ্গে সেদিন ছিলেন তাঁর ছেলে এবং এক বন্ধু। ওইদিন গাঢ় নীল স্যুট ও লম্বা খোলা চুলে দেখা যায় আয়েশাকে। তবে ওইদিন আয়েশাকে দেখে চমকে যান অনেকেই। ঠোঁটের প্লাস্টিক সার্জারির পর আয়েশার চেহারা অনেকটাই বদলে গিয়েছে । নেটপাড়ায় আয়েশা টাকিয়ার ছবি ও ভিডিয়ো উঠে আসতেই শুরু হয় ট্রোলিং।
শেষবার আয়েশা টাকিয়াকে দেখা গিয়েছিল ২০১১ সালে, 'মুড' নামে একটি ছবিতে। তারপর থেকে আর তিনি অভিনয় করেননি। তবে এখনও সিনেমাপ্রেমীদের মনে আয়েশার সেই ছবিই বসে রয়েছে। তাই আয়েশাকে এতদিন পর দেখে, তাঁকে বদলে যেতে দেখে চমকে যান অনেকেই। অগত্যা শুরু হয় ট্রোলিং, বডি শেমিং। আর এবার তারই জবাব দিলেন আয়েশা টাকিয়া।
ইনস্টাগ্রামে লম্বা একটা নোট শেয়ার করে নিজের বক্তব্য তুলে ধরেছেন আয়েশা। লিখেছেন, তাঁর পারিবারিক মেডিক্যাল ইমার্জেন্সির কারণে তিনি গোয়া যাচ্ছিলেন। তাঁর বোন হাসপাতালে ভর্তি। গোয়া যাওয়ার সময় পাপারাৎজি তাঁকে ঘিরে ধরে। তিনি বিমানে ওঠার আগে কয়েক সেকেন্ডের জন্য পোজ দিয়েছিলেন।
আয়েশা লিখেছেন, ‘লোকজন আমার চেহারা আর লুক নিয়ে যেভাবে পড়েছেন, দেখে মনে হচ্ছে দেশে আর কোনও গুরুত্বপূর্ণ বিষয় নেই। আমার কেমন হওয়া উচিত, আমি কেমন ছিলাম এসব নিয়ে কথা বলেছেন, যা খুবই হাস্যকর। দয়া করে আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কিছুই নেই। আমি আর সিনেমায় ফিরতে চাই না। লাইমলাইটেও আসতে চাই না। খ্যাতি নিয়েও আমার কোনও আগ্রহ নেই। আমি এখন সুখী জীবন কাটাচ্ছি।'