1 মিনিটে পড়ুন Updated: 18 Dec 2022, 09:05 AM ISTPriyanka Bose
#AskSRK: শনিবার সন্ধায় ঠিক ১৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বে হাজির হন শাহরুখ। AskSRK-তে প্রশ্ন আর অনুরোধের বন্যা বয়ে গিয়েছে। ‘পাঠান’ও সেই অর্থে দেশপ্রেমের ছবি। অ্যাকশনের দিক দিয়ে বললেন শাহরুখ।
‘পাঠান’কে 'দেশপ্রেমিক' বললেন শাহরুখ
নতুন বছরে ‘পাঠান’ হয়ে পর্দায় ধরা দেওয়ার জন্য প্রস্তুত বলিউড বাদশা শাহরুখ খান। যদিও এই ছবির প্রথম গান ‘বেশরম রং’ ঘিরে তুমুল চর্চা চলছে। এরই মধ্যে শনিবার সন্ধায় ঠিক ১৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বে হাজির হন শাহরুখ। AskSRK-তে প্রশ্ন আর অনুরোধের বন্যা বয়ে গিয়েছে তাঁর জন্য।
ঠিক ১৫ মিনিট। তার মধ্যেই মন খুলে প্রশ্ন করা যাবে শাহরুখকে। আর মন খুলে সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউডের বাদশাও। শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে অনুরাগীদের সঙ্গে একটু সময় কাটিয়েছেন অভিনেতা। এর আগেও একাধিকবার টুইটারে AskSRK সেশন নিয়ে হাজির হয়েছেন শাহরুখ।
এই প্রশ্নোত্তর পর্বে ঝড়ের মতো অনুরাগীদের প্রশ্ন উপচে পড়েছে শাহরুখের টুইটে। কেউ প্রশ্ন করেছেন আগামি ছবি নিয়ে, কেউ আবার শরীরচর্চা অথবা সহ অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে।
প্রথমেই এই প্রশ্ন উড়ে আসে শাহরুখের দিকে, ‘কেন AskSRK সবসময় শুধু ১৫ মিনিটের জন্য হয়?’ জবাবে বলিউড বাদশা বলেছেন, ‘খ্যাতি অর্জন করতে প্রত্যেকেরই ১৫ মিনিট সময় লাগে।’