গুরুতর অসুস্থ ইউটিউবার আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল। যমজ সন্তান জন্ম দেওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন পায়েল। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। তবে বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। তবে হঠাৎই তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর।
সম্প্রতি, নিজের ভ্লগে স্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে নিজেই জানিয়েছেন আরমান মালিক। শেষ পোস্ট করা ভ্লগে আরমান জানান, পায়েলের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে এবং তিনি রক্ত বমিও করেছেন। তার সারা শরীরেই ভীষণ ব্যাথা। তারপরই পায়েলকে হাসপাতালে ভর্তি করেন তিনি। আরমান জানান, ডাক্তার তাঁর সিটি-স্ক্যান রিপোর্ট পরীক্ষা করে দেখেছেন বেশকিছু জটিলতা রয়েছে। আর সেকারণেই পায়েল মালিককে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।পরিস্থিতির উন্নতি না হলে আশঙ্কা আরও বাড়বে।
আরও পড়ুন-অভিনেতা, পরিচালক মনোবালার মৃত্যু শোকজ্ঞাপন রজনীকান্ত, কমল হাসানদের
আরও পড়ুন-বন্ধুত্বে চিড়? মেট গালায় আলিয়া ডাক পেতে হিংসায় দীপিকা যা করলেন…!
আরও একটি ভিডিয়োতে পায়েল মালিককে অসহায় ভাবে কাঁদতে দেখা যায়। কারণ, আপাতত তাঁকে সদ্যোজাত দুই সন্তানের থেকে আলাদা থাকতে হবে। আরমান মালিকের দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিক। কৃতিকাকে পায়েলের প্রথম সন্তানকেও সঙ্গে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।