বিয়ের পর আবারও কাজে ফিরলেন আরবাজ খান। তাঁর প্রযোজিত ছবি পাটনা শুক্লা মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সদ্যই মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রবিনা টন্ডন এবং অনুষ্কা কৌশিককে। ছবিটি আগামী ২৯ মার্চ ওয়েব মাধ্যমে মুক্তি পাবে। এই ছবির সেটেই সুরা খানের প্রেমে পড়েছিলেন আরবাজ খান। তারপরই তাঁরা গত বছর ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবার তাঁদের সম্পর্কের বিষয়ে কী জানালেন আরবাজ খান?
সুরা খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন আরবাজ?
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আরবাজ সম্প্রতি জানান, 'এই ছবিটা আমার জন্য একাধিক কারণে পছন্দের এবং কাছের। আমি যখন সুরাকে চিনতাম না, জানতাম না তার আগে থেকেই এই ছবিটি আমার খুব কাছের। তাছাড়া এই ছবির সেটেই জানতে পারি ওর মতো সুন্দর কেউ একজন আছে। ওর বিষয়ে শুনি এবং দেখা হয়।'
আরবাজ এদিন আরও জানান, 'ও (সুরা খান) রবিনা টন্ডনের সঙ্গে গত ৭-৮ বছর ধরে কাজ করছে। আমরা যখন এই ছবিতে কাজ করছি তখন সেটে ও ওর কাজ করছিল। আমি আমার। আমাদের মধ্যে তখন হাই হ্যালো হতো। বা আমি ওকে বলতাম রবিনার চুল ঠিক করে দাও বা কিছু। শ্যুটিং শেষ হওয়ার পর আমাদের কিছু ফিল্ম মিটিং বা শ্যুটিং শেষ হওয়ার পরের পার্টিতে দেখা হয়েছিল। সেখানেই আমাদের অল্প অল্প করে কথা শুরু হয় যা পরে বাড়তে থাকে।'
আরও পড়ুন: হাইহিল পরে ফাগুনের মোহনায়! বোহো পোশাকে দোলের আগে নতুন গানে নজর কাড়লেন নন্দী সিস্টার্স
আরও পড়ুন: 'সময় এসে গিয়েছে...' বলিউডের তিন খান এবার এক ছবিতে? শাহরুখ - সলমনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন আমির!
এদিন অভিনেতা, প্রযোজক আরও জানান যে বিয়ের আগে তাঁরা নিয়মিত দেখা করতেন। কফি শপ বা অন্যত্র তাঁরা দেখা করতেন। কিন্তু কেউ তাঁদের লক্ষ্য করেননি। আরবাজের কথায়, 'সবাই হয়তো খুবই চমকিত হয়েছেন। কিন্তু আমরা বিয়ে করার আগে প্রায় বছর খানেক একে অন্যের সঙ্গে হামেশাই দেখা করতাম। প্রেম করেছি।'