AR Rahman:নেটফ্লিক্সের জন্য ইমতিয়াজ আলি, মোহিত চৌহান এবং ইরশাদ কামিলের সাথে কথোপকথনের সময়, রহমান তাঁর পুরোনো দিনের স্মৃতিচারণা করতে করতে বলেন বিভিন্ন কথা। উঠে আসে তাঁর কলেজে না যাওয়া, ছোট থেকেই গান নিয়ে মশগুল থাকা কিংবা তাঁর নিজস্ব স্টুডিয়ো খোলা এমন অনেক বিষয় নিয়েই গল্প করেন তিনি।
Ad
এ আর রহমান
ঝাঁ চকচকে বলিউডের অন্দরে কতই না দু:খ লুকিয়ে আছে।কজনই বা তার খোঁজ রাখে! একজন তারকা হয়ে ওঠার পেছনে কত পরিশ্রম আছে তা জানলে বোঝা যায়, গ্ল্যামার ওয়ার্ল্ডে বসে কোটি টাকা কামানো সহজ কথা নয়। তেমনিই এক সুরের জাদুকর এ আর রহমান। যিনি এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসে আজ রাজ করছেন বলিউডে।
বর্তমানে তিনি এখন ‘হাইয়েস্ট পেইড মিউজিক ডিরেক্টর’। অর্থাত্ সঙ্গীত পরিচালকদের মধ্যে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন, কিন্তু এমন একটা সময় গেছে যখন তাঁর নিজের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থ ছিল না।
ইমতিয়াজ আলীর সর্বশেষ চলচ্চিত্র অমর সিং চামকিলা-তে তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন এমন সঙ্গীত গুরু রহমান। নেটফ্লিক্সের জন্য ইমতিয়াজ আলি, মোহিত চৌহান এবং ইরশাদ কামিলের সাথে কথোপকথনের সময়, রহমান তাঁর পুরোনো দিনের স্মৃতিচারণা করতে করতে বলেন বিভিন্ন কথা। উঠে আসে তাঁর কলেজে না যাওয়া, ছোট থেকেই গান নিয়ে মশগুল থাকা কিংবা তাঁর নিজস্ব স্টুডিয়ো খোলা এমন অনেক বিষয় নিয়েই গল্প করেন তিনি।