Anushka Sharma on Virat Kohli: ধরমশালায় মাত্র ৫ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন বিরাট কোহলি। ৯৫ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে নিজের উইকেট খুইয়েছেন। তবে স্বামীর ইনিংস দেখে খুশি অনুষ্কা শর্মা। বিরাট আউট হতেই মুখ খুলেছেন তিনি।
বিরাট কোহলিকে নিয়ে গর্বিত অনুষ্কা
রবিবার ধর্মশালা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ভারত। মাত্র পাঁচ রানের জন্য ওয়ানডে শতরানের নজির হাতছাড়া হয় বিরাট কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯৫ রান করার পরে দেশবাসীর প্রশংসায় ভাসছেন কিং কোহলি। ৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
মাত্র ৫ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন বিরাট। আর ৫ রান করলে ওয়ান ডে ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড ছুঁয়ে ফেলতেন বিরাট। তা না হওয়ায় আপাতত কোহলির ঝুলিতে রয়েছে ৪৮টি ওয়ান ডে সেঞ্চুরি। ক্রিকেটমহলের অনেকের মতে, সেঞ্চুরির চেয়ে কোনও অংশে কম নয় ৯৫ রানের এই অনবদ্য ইনিংস। দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীদের মতো বিরাটের প্রশংসায় পঞ্চমুখ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছেন অভিনেত্রী।
বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি পরিচিত চেজমাস্টার হিসেবেও। ইনস্টাগ্রামে বিরাটের ব্যাটিংয়ের একটি ছবি স্টোরিতে শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘স্টর্ম চেজার’। বিরাটের আউট হওয়ার মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত।’ আরও পড়ুন: ঢাক বাজালেন পাড়ার প্যান্ডেলে, নাচলেন তালে তালে, অষ্টমী এক্কেবারে জমজমাট অপরাজিতার