বাংলা নিউজ > বায়োস্কোপ > ICC World Cup Ind-Pak Match: বাতাসে ভাসছে প্রেগন্যান্সির গুজব, তার মধ্যেই ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির অনুষ্কা
পরবর্তী খবর
ICC World Cup Ind-Pak Match: বাতাসে ভাসছে প্রেগন্যান্সির গুজব, তার মধ্যেই ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ দেখতে হাজির অনুষ্কা
1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2023, 09:16 AM ISTSubhasmita Kanji
ICC World Cup Ind-Pak Match: ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে আজ। এই মহারণের দিকে তাকিয়ে গোটা দেশ। খেলা শুরুর আগেই বর সহ গোটা টিমকে সাপোর্ট করতে আমেদাবাদ পৌঁছলেন অনুষ্কা শর্মা।
সকাল সকাল আমেদাবাদ পৌঁছলেন অনুষ্কা
যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তবে এই যুদ্ধ হবে ব্যাটে বলে। লাগাতার অষ্টম বারের জন্য পাকিস্তানকে ভারত হারায় নাকি খেলা ঘুরিয়ে পাকিস্তান জিতে যায় সেই দিকেই সবার নজর এখন। গুজরাটের আমেদাবাদ শহরে অনুষ্ঠিত হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ হাউজফুল। হোটেল থেকে স্টেডিয়াম সর্বত্রই ছবিটা এক। এবার সেই ম্যাচের সাক্ষী থাকতে আমেদাবাদ পৌঁছলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।
ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে হাজির অনুষ্কা
বিরাট পত্নীকে এদিন সকাল সকাল আমেদাবাদ বিমানবন্দরে দেখা গেল। বেটার হাফ তথা বেস্ট ফ্রেন্ড এবং অবশ্যই টিম ইন্ডিয়াকে সমর্থন করতে, মাঠে বসে তাঁদের জন্য গলা ফাটাতে সোজা আমেদাবাদ চলে এলেন অভিনেত্রী। এদিন তাঁকে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যায়।
আমেদাবাদ বিমানবন্দরে অনুষ্কা
এদিন অনুষ্কা শর্মাকে অল ব্ল্যাক লুকে দেখা গেল বিমানবন্দরে। তাঁর পরনে কালো টপের উপর কালো স্লিভলেস ব্লেজার এবং কালো প্যান্ট পরে থাকতে দেখা যায়। সঙ্গে রোদচশমাও ছিল চোখে। তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হেঁটে এসে গাড়িতে ওঠেন।