Bollywood Actor: এই ছবিতে রয়েছেন বলিউডের নামী এক অভিনেতা, দেখুন তো চিনতে পারেন কি?
1 মিনিটে পড়ুন Updated: 21 Sep 2023, 02:41 PM ISTঅনুপম ছোটবেলায় ভাইবোনের সঙ্গে এক টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ভাইবোনের সঙ্গে দেখা যাচ্ছে অনুপমকে। ছবিতে দেখা যাচ্ছে অনুপমের ভাই রাজু খের আর তাঁর এক বোন তিতলিকেও। ছবিতে অনুপমের ক্যাপশান, আমরা যখন শিশু তখন খুব কমই ভবিষ্যতের কথা ভাবি। হ্য়াজট্যাগে লিখেছেম বিট্টু, তিতলি ও রাজু।
ছোটবেলার স্মৃতিতে ভাসলেন অনুপম খের