1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2024, 08:53 PM ISTSubhasmita Kanji
Mirza Teaser Out: ভ্যালেন্টাইন্স ডের দিন প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরা অভিনীত এবং প্রযোজিত ছবি মির্জার টিজার। পরিচয় হয় চরিত্রদের সঙ্গে।
অঙ্কুশের জন্মদিনেই প্রকাশ্যে ছবির টিজার
অঙ্কুশ হাজরার আগামী ছবি নিয়ে অভিনেতা যতটা উচ্ছ্বসিত ঠিক ততটাই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। এতদিন ধরে অল্প অল্প করে এই ছবির বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। এবার ভ্যালেন্টাইন্স ডের দিন প্রকাশ্যে আনলেন এই ছবির ঝলক। প্রসঙ্গত এই বিশেষ দিনেই অভিনেতার জন্মদিন। আর সেই উপলক্ষ্যে ভক্তদের এটা রিটার্ন গিফট দিলেন।
মির্জা ছবিটির টিজার
বুধবার, ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে এল মির্জা ছবিটির টিজার। এদিন অঙ্কুশ হাজরা এই ছবিটির শেয়ার করে লেখেন, 'এই ইদে সিনেমা হলকে স্টেডিয়ামে পরিবর্তন করা যাক। মির্জার টিজার আপনাদের জন্য। তৈরি হয়ে যান বাংলা সিনেমার সব থেকে বড় অ্যাকশন ছবির জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থন কাম্য।'
এই ছবির টিজারে অঙ্কুশকে নেপথ্যে থেকে বলতে শোনা যায় তাস খেলার সঙ্গে অন্ধকার জগতের দারুণ মিল। গোলামের ক্ষমতা কম হলেও এটা তাসের ঘর ভাঙতে পারে। আর সেই গোলাম হিসেবে ধরা দেবেন ঋষি কৌশিক। তাঁর চরিত্রের নাম কৌস্তভ সেন।
বিবি অর্থাৎ নায়িকার চরিত্রে থাকবেন ঐন্দ্রিলা সেন। তাঁর পেশা মাছওয়ালির। চরিত্রের নাম মুসকান। সেই সমস্ত চাল পাল্টাবে। আর এঁদের সবার উপর হল টেক্কা। অর্থাৎ সুলতান। এই চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
সাধারণত রাজাকে তাঁর রাজ্য সামলাতে দেখা গিয়েছে। তবে এই ছবির রাজা কুপিয়ে কুপিয়ে খুন করে রাজত্ব চালায়। এঁর চরিত্রের নাম আজহার, অভিনয় করবেন শোয়েব কবীর। এবং মুখ্য ভূমিকায় অর্থাৎ মির্জার চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। সে হল এই গল্পের জোকার যে ভাঙবে সমস্ত নিয়ম।
মির্জা প্রসঙ্গে
মির্জা ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল জুটি। প্রযোজনা অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থার। ছবির গল্প লিখেছেন অর্ণব ভৌমিক। অভিনয়ে থাকবেন অঙ্কুশ হাজরা, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, প্রমুখ।