
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিগত কয়েকমাস ধরেই টলি পাড়ার অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের বিয়ে। থুড়ি লাভ ম্যারেজের কথা। এখন তাঁদের হামেশাই এই নতুন ছবির প্রচার করতে দেখা যায়। বিভিন্ন উপায়ে তাঁরা লাভ ম্যারেজের প্রচার করছেন এখন। সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ থাকেন অভিনেতা। এবার তাঁকে জনি লিভারের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়।
আসলে অঙ্কুশ বাবার অমতে লাভ ম্যারেজ করতে চলেছেন। তাঁর বাবা কিছুতেই প্রেমের বিয়ে মানতে চাইছেন না। এই নিয়েই পরিবারে বেঁধেছে তুমুল অশান্তি। এমনই গল্প দেখা যাবে অঙ্কুশ ঐন্দ্রিলার আগামী ছবিতে। এবার এমন অবস্থাতে তাঁর কী করা উচিত সেটারই পরামর্শ নেওয়ার জন্য অভিনেতা জনি লিভারের দ্বারস্থ হয়েছেন।
অভিনেতার বক্তব্য বাবার অমতে বিয়ে করে সুখী হওয়া যায় কী আদৌ? বাবার কিসের এত আপত্তি? ভালোবাসলেও মনে দোটানা দেখা যায় অঙ্কুশের। আর সেই সমস্যার সমাধান করার জন্য তিনি যান জনি লিভারের কাছে। তাঁকে প্রশ্ন করেন যে প্রেম করে বিয়ে করলে ভালো থাকা যায় কিনা। করণ এই কমেডি কিং নিজেই লাভ ম্যারেজ করেছেন। তিনি বর্তমানে বেশ সুখে শান্তিতে আছেন। অঙ্কুশের প্রশ্নের উত্তরে তিনি সেটাই বলেন। জানান প্রেমের বিয়েতে ভালো থাকা যায়।
কিন্তু একি! এটা কী হল! অঙ্কুশ যখন জনি লিভারের সামনে থেকে সরে যান তখনই তান মুখের ভূগোল বদলে যায়! মুখ কাঁদো কাঁদো হয়ে যায়। ফলে বোঝাই যাচ্ছে প্রেমের বিয়েতেও জ্বালা কম নয়! এখন দেখার পালা এটাই যে অঙ্কুশের লাভ ম্যারেজ কতটা সুখকর হয়!
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য অভিনীত নতুন কমেডি রোম্যান্টিক ঘরানার ছবি লাভ ম্যারেজ। প্রসঙ্গত এই বছরই বাস্তবে আইনি বিয়ে সারবেন টলিউডের এই জনপ্রিয় জুটি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports