জামনগরে তিন দিন ধরে চলছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। আগামী জুলাই মাসে তাঁদের বিয়ে। তার আগেই জমাটি প্রাক বিবাহ অনুষ্ঠানে জমে উঠেছে জামনগরের আবহ। এই অনুষ্ঠানে দেশে বিদেশের একাধিক তারকা, শিল্পীরা এসেছেন। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান।
আরও পড়ুন: বিয়ে করতে না করতেই বউকে 'সুখী' করতে পারলেন না কাঞ্চন! শ্রীময়ী কেন বললেন, 'একদম সুপার ফ্লপ!'
অনন্তের ঘড়ি পছন্দ হল মার্ক জাকারবার্গের স্ত্রীর
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনন্ত আম্বানির সঙ্গে কথা বলছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী। তখনই তাঁদের নজর যায় অনন্তের হাতে। তিনি একটি ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি পরেছিলেন।
আরও পড়ুন: 'এই বিষয়ে সাইবার ক্রাইম...' সন্তানের নামে কুমন্তব্য দেখেই মেজাজ হারিয়েছিলেন জোজো, এবার কি আইনি পদক্ষেপ নিচ্ছেন?
আরও পড়ুন: 'অনেক রোগে ভুগেছি, কিন্তু...' প্রাকবিবাহ অনুষ্ঠানে বাবা মায়ের স্তুতি অনন্তের, ছেলের কথায় কেঁদে ভাসালেন মুকেশ আম্বানি
সেটা দেখেই মুগ্ধ হয়ে যান মার্ক এবং চ্যান। চ্যান অনন্তকে বলেন, 'ঘড়িটা তো দুর্দান্ত। দারুণ দেখতে।' সেটা শুনে মার্ক সম্মতি জানিয়ে বলেন, 'হ্যাঁ, আমি ওকে আগেই বলেছি।' এরপর তিনি জানান, 'আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।'
আরও পড়ুন: কেবল রচনা - ডোনার সঙ্গে মমতার নাচ নয়! রবিবারের দিদি নম্বর ওয়ান জমবে রূপঙ্কর ইন্দ্রনীলদের গানে, থাকছে আর কোন চমক?
আরও পড়ুন: ললিপপ লাগেলুর গায়ক পবন সিং এবার আসানসোলের বিজেপির প্রার্থী! ক্ষোভ উগরে বাবুল বললেন, 'বাংলার মেয়েদের...'
অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও।