
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিয়ের পর্ব মিটেছে। এবার রিসেপশন পার্টি শুরুর অপেক্ষা। আম্বানিরা অবশ্য ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংবর্ধনা অনুষ্ঠান অর্থাৎ রিসেপশনের নাম রেখেছেন 'মঙ্গল উৎসব'। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপেক্স (BKC)-এর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানস্থল একটু অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে।
কেমন সেই সাজ?
অনুষ্ঠানস্থল সাজিয়ে তোলা হয়েছে কবিতা বা শ্লোকের আকারে লেখা রামায়ণের গল্পে। যাকে বলে কিনা 'রামায়ণের চৌপাই', যা কিনা সুর করে করে পরা হয়। বলাই বাহুল্য স্বভাবতই এই বিষয়টি ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটায়। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি। ঠিক যেখানে গিয়ে সকলে পাপারৎজির ক্যামেরার জন্য পোজ দেবেন, সেখানেই রাখা হয়েছে রামায়ণের এই চৌপাই। পাশে রাখা হয়েছে ঝাড়বাতি।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাধিকা-অনন্ত সহ আম্বানি পরিবার অ্যান্টিলিয়া ছেড়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে পৌঁছে গিয়েছেন। এবার শুধু সেলিব্রেশন শুরুর পালা।
এদিকে আগের অনুষ্ঠান গুলির মতোই অনন্ত-রাধিকার 'মঙ্গল উৎসব'-এ যোগ দেওয়ার কথা গোটা বলিউডের। থাকবেন দেশের অন্যান্য তারকা, মন্ত্রী আমলা সহ আরও অনেক গুরুত্বর্ণ ব্যক্তিত্বরা। এমনকি আন্তর্জাতিক ব্যক্তিত্বদেকও এই অনুষ্ঠানে দেখা যাবে। যদিও জানা যাচ্ছে এই 'মঙ্গল উৎসব' অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না শাহরুখ ও তাঁর পরিবার। শ্যুটিংয়ের জন্য আজ রবিবারই লন্ডনে উড়ে গিয়েছেন বাদশা। সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী গৌরী।
এদিকে ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে ঢুকতে শুরু করে দিয়েছেন বিভিন্ন তারকা। তবে শুধু দেশি তারকারা নয়, এই অনুষ্ঠানেই থাকছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বরা। 'মঙ্গল উৎসব' অনুষ্ঠানে ঢুকতে দেখা গিয়েছে মার্কিন পেশাদার কুস্তিগির, র্যাপার, অভিনেতা জন সিনাকে। ঢুকতে দেখা গিয়েছে ভোজপুরী অভিনেতা কেশরী লাল যাদব, অভিনেত্রী সুন্দরী সহ আরও অনেককে। বাংলা থেকে পৌঁছেছেন যশ-নুসরত জুটি। অনুষ্ঠানে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, রিয়া সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়ের মতো তারকারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports