বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি-র ১৬ নম্বর সিজন নিয়ে বড়ই ব্যাস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি হট সিটে বসা মানেই, নতুন নতুন চমক থাকে দর্শকদের জন্য। খেলার ফাঁকে ফাঁকে বিগ বি-র গল্পের ছলে আড্ডা, মস্করা, সবই যেন কেবিসি-কে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।
এই যেমন দেখা গেল, প্রতিযোগী হর্ষিত ভুটানির সঙ্গে কথার ছলে, অমিতাভ বলে বসলেন, প্রতিটা বরেরই বউয়ের কথা শুনে চলা উচিত। সর্বশেষ এপিসোডে দেখা যায়, পরস মণি সিং ১২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে শো ছাড়েন। আর তারর ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড জিতে নেন হর্ষিত ভূটানি ও কৃষ্ণা সেলুকর। যদিও এরপর ‘জলদি ৫’ রাউন্ড জিতে হটসিটে বসার জন্য বাছাই হন হর্ষিত। আর দেখা যায়, নাম ঘোষণার পরই হর্ষিত ও তাঁর স্ত্রী একে-অপরকে শুভেচ্ছা জানায়।
এরপর হর্ষিত স্টেজে এলে, তাঁকে এই নিয়ে প্রশ্ন করেন অমিতাভ। যাতে ওই প্রতিযোগী বলেন, অনেকদিন ধরে কেবিসি-তে আসার চেষ্টায় ছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিশেষ করে করোনা লকডাউনের পর সময় যে কঠিন সময়ের মুখোমুখি হয় তাঁর পরিবার।
সঙ্গে হর্ষিত বউয়ের সঙ্গে বাজি ধরেছিলেন, কে আগে যেতে পারবে হট সিট অবধি। দুজনেই অমিতাভের শো-তে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আসলে। এরপরই দর্শকাসনে বসে থাকা স্ত্রীর দিকে ঘুরে হর্ষিত বলে ওঠেন, তিনিই জিতেছেন বাজি। তবে এরপরই থামিয়ে দিয়ে তাঁর বউ বলে ওঠেন, তিনিই ট্রেনিং দিয়েছেন স্বামীকে।
এরপরই অমিতাভের কাছ থেকে আসে সংসার নিয়ে বড় পরামর্শ। বিগ বি বলে ওঠেন, ‘বউয়ের সামনে সবসময় হার মেনে নিতেই হয়। কারণ ওঁরা যা বলে, সেটাই সঠিক।’ এরপর হেসে তিনি ফের বলে ওঠেন, ‘ভিতরের কথা তো আমরা জানিই…’
এমনকী হর্ষিতের স্ত্রী তাঁর স্বামীর নামে অভিযোগ করেন অমিতাভের কাছে। বলেন, কোনও উপহারই নিতে চান না তাঁর স্বামী। তিনি বলেন, ‘এমনিতে বউদের অভিযোগ থাকে, স্বামীরা কোনও উপহার দেয় না। আর আমার অভিযোগ হল, আমার স্বামী আমার থেকে উপহার নিতে চায় না। কিছু দেব বললেই বলে, এত খরচা করার কী দরকার। তাই আমি চাই এই সোনার কয়েনটা আপনি আমাকে দেওয়ার বদলে, ওকে দিন।’
এতে অমিতাভ বলেন, ‘ঠিক আছে এক কাজ করুন। এরপর যখন আপনি কিছু দিতে চাইবেন আমাকে ফোন করুন। তারপর আমাকে পাঠিয়ে দিন, আমি ওঁকে দিয়ে দেব। হবে তো?’