শোভনে আগেই বাঁধা পড়েছেন সোহিনী সরকার। এবার পালা চার হাত এক হওয়ার। টলিপাড়া সূত্রে খবর, জুলাইয়ের মাঝামাঝি শুভ কাজটা সেরে ফেলছেন দুজনে। আগামী ১৮ই জুলাই (মতান্তরে ১৫ই জুলাই) আইনি বিয়ে সারবেন শোভন-সোহিনী। বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। আরও পড়ুন-‘কাজ করতে করতেই চলে যেতে চাই’, শেষজীবন নিয়ে শঙ্কায় প্রসেনজিতের পর্দার মা,অনামিকা
বিয়ে নিয়ে মুখে কুলুপ দুজনেরই। কিন্তু সুখবর তো আর চাপা থাকে না। খবর, বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাট কিনেছেন সোহিনী-শোভন। এবার সোহিনীর ঘরে বিশেষ আয়োজন! চলল জমিয়ে খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা আর গান। আর অবশ্যই রোম্যান্স! সেই ছবি সমাজমাধ্যমে সামনে এল। তবে কি প্রি-ওয়েডিং ফাংশন শুরু হয়ে গেল?
সোহিনী-শোভনের অন্দরমহলে কাটানো কিছু মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশি ফিল্মমেকার, ট্রাভেল-ভ্লগার তথা লেখিকা রাকা। সেই ছবিতে দেখা গেল লজ্জামাখা হাসি নিয়ে ক্যামেরার সামনে সোহিনী, হবু বউয়ের উপর থেকে চোখ সরছে না শোভনের। এদিন শোভনকে পাওয়া গেল কালো বুকচেরা শার্ট আর প্যান্টে, সোহিনী পরেছিলেন সাদা ওভারসাইজ শার্ট ও মেরুন রঙা স্কার্ট।
সোহিনীর সাজানো অন্দরমহলের ছবি উঠে এসেছে রাকার মুঠোফোনে তোলা ছবিতে। দক্ষিণ কলকাতার এই ফ্ল্যাটে আধুনিকতা আর সাবেকিয়ানার এক অদ্ভূত মেলবন্ধন। ছবি শেয়ার করে রাকা লেখেন, ‘কলকাতার মিষ্টি আয়োজক, অশেষ ধন্যবাদ খাওয়া-দাওয়া, আনন্দ-ফূর্তি আর গানের জন্য’।
গানের আসরে গিটার হাতে পাওয়া গেছে শোভনকে। প্রিয়তমার জন্য পছন্দের গানটি নিশ্চয় গেয়েছেন তিনি! বিয়ে নিয়ে সোহিনী স্পিকটি নট হলেও খবর, বিশেষ দিনের জন্য ৩ লাখি মিনেকরা নেকলেস কিনেছেন সোহিনী। শাড়ির শপিং-ও হয়ে গিয়েছে। আইনি বিয়ে সেরে নাকি বিদেশ ঘুরতে যাবেন সোহিনী-শোভন। তারপর দেশে ফিরে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজ সারবেন।
ফেব্রুয়ারি মাসেই একসঙ্গে সুইডেনে ঘুরে এসেছেন সোহিনী-শোভন। সেই সময় তাঁদের বাগদানের জল্পনা জোরালো হয়েছিল। তবে সেই রটনা মিথ্যে জানান গায়ক।
দীর্ঘদিন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে থেকেছেন, লিভ ইনেও ছিলেন তাঁরা। তবে টেকেনি প্রেম। ওদিকে কেরিয়ারের একদম শুরুতে ইমন চক্রবর্তীর প্রেমে হাবুডুবু খেয়েছেন শোভন। দুজনের বয়সের ফারাক, বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। ইমনের চেয়ে বছর চারেকের ছোট ছিলেন শোভন। দুজন সম্পর্কে থাকাকালীন এক রিয়ালিটি শো-এর মঞ্চে ইমনকে নিয়ে শোভনের মা বেশকিছু মন্তব্য করেছিলেন, যা পছন্দ হয়নি গায়িকার ভক্তদের। নিন্দকদের দাবি বয়সে বড় বউমা মানতে আপত্তি ছিল শোভনের পরিবারের, যা দুজনের সম্পর্ক ভাঙার পিছনে অন্যতম কারণ।
ইমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন শোভন, যদিও সেই ভালোবাসাও টেকেনি। শোভনের দাবি, সোহিনী নাকি তাঁর জীবনের ‘অ-পরিবর্তনশীল সরকার’। সেই কারণেই বোধহয় এবার বয়সের বেড়াজাল বাধ সাধেনি সম্পর্কে। বয়সে সোহিনীও শোভনের চেয়ে কমপক্ষে বছর দেড়েকের বড়।