শাহরুখের সঙ্গে ছবি করা অনেক অভিনেত্রীর কাছেই স্বপ্নের মতো। আমিশা প্যাটেলও তার ব্যতিক্রম নন। কিন্তু তাঁর টিমের কারণেই নাকি একবার বাদশার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও হারিয়েছিলেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সম্প্রতি শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ‘চলতে চলতে’ ছবিতে তাঁর কাজ না করার বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন যে, তিনি আসলে ছবিটির প্রস্তাব প্রত্যাখ্যান করেননি, এই ছবির কাজের ব্যাপারে নাকি কোনও খবরই পৌঁছয়নি তাঁর কাছে।
আমিশা একটি ডাবিং স্টুডিয়োতে সেই সময় শাহরুখ খানের মুখোমুখি হন। সেখানে তাঁদের কথা হয়। কথা হয়য় এই নিয়ে। আমিশা ও শাহরুখ দু'জনেই সেখানে তাঁদের নিজের নিজের ছবির কাজ করতে গিয়েছিলেন। তখনই শাহরুখ তাঁকে বলেছিলেন, ‘আপনি ছবিটা করেছেন না কেন?’ বিস্মিত হয়ে, আমিশা তখন জানিয়েছিলেন যে, তিনি জানেনই না যে তাঁকে কখনও এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল বলে।
আরও পড়ুন: অরিন্দম শীলের ছবির নায়ক বাবুল সুপ্রিয়! জানেন নায়িকা কে? দেখে নিন
নায়িকা পরে পরিচালক আজিজ মির্জার কাছ থেকে জানতে পেরেছিলেন যে তিনি এবং প্রযোজক জুহি চাওলা তাঁকেই কাস্ট করতে আগ্রহী ছিলেন, কিন্তু তাঁর সেক্রেটারি তাঁর সঙ্গে পরামর্শ না করেই সময় নিয়ে সমস্যা হতে পারে বলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।
অভিনেত্রীর মতে, তিনি এই ঘটনায় ভীষণ ভাবে হতবাক হয়েছিলেন এবং শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগ মিস করার জন্য দুঃখও প্রকাশ করেছিলেন। এই প্রসঙ্গে তিনি খানিক রসিকতা করেই বলেন, ‘আমি ছবিটা করার জন্য নিজের ক্লোনও বানিয়ে নিতাম।’ পাশাপাশি তিনি জানান যে, শাহরুখের সঙ্গে তাঁর কাজ করার কতটা ইচ্ছে রয়েছে তাও প্রকাশ করেন।
এই ঘটনার পর, আমিশা তার টিমে পরিবর্তন আনেন। নিশ্চিত করেন যে ভবিষ্যতে তাঁর ক্যারিয়ারের সিদ্ধান্তের উপর যেন তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তিনি অতীতে মতো আর কোনও ভালো কাজের সুযোগ হারাতে চান না।
আরও পড়ুন: মেকআপ করে সকলকে তাক লাগিয়ে দিলেন অনন্যা! কেমন সেজেছিলেন নায়িকা? দেখে নিন
‘চলতে চলতে’ ছবিতে শেষ পর্যন্ত শাহরুখ খানের বিপরীতে রানি মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যায়। ছবিটি বাণিজ্যিক ভাবেও বেশ সফল হয়। যদিও আমিশার 'কাহো না... পেয়ার হ্যায়' এখনও সব দর্শকের মনের মণিকোঠায় রয়েছে। তাছাড়াও ‘গদর: এক প্রেম কথা’-এ তাঁর অভিনয়ের জন্যও তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন।