
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাজেট এবং তাতে ট্যাক্সের কথা দেখে শুনে বিরক্ত মধ্যবিত্ত। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে কটাক্ষের বন্যা। এবার এই বিষয়ে কী লিখলেন জনপ্রিয় কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
আরও পড়ুন: অনন্ত রাধিকাকে ৪০ কোটির ফ্ল্যাট উপহার দিলেন শাহরুখ! অক্ষয় - রণবীররা কী দিলেন আম্বানি পুত্রকে?
এদিন টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে জনপ্রিয় কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় লেখেন, 'আমি আয় করলে নির্মলা ট্যাক্স নেয়, আমি খরচ করলে নির্মলা ট্যাক্স নেয়। আমি আয় না করে বা খরচ না করে যদি বিনিয়োগ করি তাতেও নির্মলা ট্যাক্স নেয়। সব থেকে বড় কথা। আমি যদি ট্যাক্স দিই তাতেও নির্মলা আরও একটা ট্যাক্স নেয়।'
মুন্নাভাই এমএমবিএস ছবির একটি ক্লিপ নিয়ে এক ব্যক্তি মিম বানান যে সবাই এখন তাঁদের CA বন্ধুদের কাছে দৌড়াচ্ছে যে তুই বুঝলে আমায় এবার বোঝা।
কেউ আবার বাজেটের মাথা মুন্ডু যে একেবারেই কিছু বুঝতে পারেননি সেটাই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন।
প্রসঙ্গত এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই নির্মলা সীতারামন মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে দিলেন। তিনি ৬ বার বাজেট পেশ করার সঙ্গে আরও একবার মধ্যবর্তী বাজেট পেশ করে মোট ৭ বার পরপর বাজেট পেশ করলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports