
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কথায় আছে যা রটে তাঁর কিছু তো বটে! অভিনেতা টাইগার শ্রফের প্রেমজীবন হামেশাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। থুড়ি বলা ভালো প্রেমের ‘দিশা’ নিয়ে আলোচনা থামে না। একটা সময় অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন জ্যাকি পুত্র। দু'জনের অনস্ক্রিন রসায়ন যেমন গাঢ়, তেমনই নজরকাড়া অফ-স্ক্রিন রসায়ন। দেখলেই সকলে বলত, ‘মেড অফ ইচ আদার’। কিন্তু ৬ বছরের সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে।
তারপরেও নাকি ‘দিশা’তেই থিতু হয়েছেন টাইগার, এমনটাই রটনা। গত বছরের মাঝামাঝি সময়ে নতুন দিশার আগমন ঘটেছে। তিনি পাটানি নন, ধানুকা। নামী প্রযোজনা সংস্থার উচ্চ পদে রয়েছে দিশা ধানুকা। সেইসূত্রেই আলাপ দুজনের। এবার দিশা নিয়েই টাইগারকে বেকায়দায় ফেললেন অক্ষয় কুমার।
বলিউডের খিলাড়ি কুমারের রঙিন মেজাজ কারুর অজানা নয়। বিশেষত সহ-অভিনেতার প্রেমজীবন নিয়ে হামেশাই হাটে হাঁড়ি ভাঙতে ভালোবাসেন তিনি। শীঘ্রই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দুজনকে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ট্রেলার। ছবির ট্রেলার লঞ্চের মঞ্চেই বেফাঁস অক্ষয়। গোটা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠল হিন্দুস্তান টাইমসের একটি প্রশ্ন। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের কাছে জানতে চাওয়া হয়েছিল পরস্পরকে কী উপদেশ দিতে চান তাঁরা।
ইন্ডাস্ট্রির সিনিয়র তথা সুপারস্টার অক্ষয়কে প্রশংসায় মুড়ে দেন টাইগার। বলেন, ‘কিছু বলার দরকার নেই। ওঁনার মধ্যে কোনও খামতি নেই। ওঁনার বয়স তো দিনদিন কমছে, প্রত্যেক তরুণ অভিনেতার অনুপ্রেরণা অক্ষয় কুমার’। এত ভালো ভালো কথা শুনেও বোমা ফাটাতে ছাড়লেন না অক্ষয়। মুচকি হেসে তাঁর জবাব, ‘আমি তো টাইগারকে একটা কথাই বলব, একটাই দিশায় থাকো!’ অক্ষয়ের এই উপদেশ যে সহ-অভিনেতার প্রেমজীবন নিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি কারুর। এরপরই চেষ্টা করেও হাসি চাপতে পারেননি মঞ্চে উপস্থিত বাকিরা। হাসতে হাসতে টাইগারকে জড়িয়ে ধরেন অক্ষয়। তাঁর ঠোঁটের কোণেও তখন হাসির ঝিলিক।
এর আগে একবার কপিল শর্মা শো-তে ‘লক্ষ্মী’ কো-স্টার কিয়ারা আডবানির সঙ্গে পৌঁছেছিলেন অক্ষয়। সেইসময় নায়িকার বিয়ে নিয়ে আলোচনার ফাঁকে হঠাৎ করেই আক্কি কিয়ারাকে ‘সিদ্ধান্তোওয়ালি লড়কি’ বলে উল্লেখ করেছিলেন। সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ক নিয়ে ঠিক এইভাবেই হাটে হাঁড়ি ভেঙেছিলেন অভিনেতা।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-য় অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে ভারতীয় সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ২০২৪-এর ইদে মুক্তি পাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports