জলসা ২.০-এর মিউজিক করেছেন প্রেম ও হরদীপ। গানের কথা লিখেছেন সতিন্দর সারতাজ, তিনিই গানটি গেয়েছেন। আর গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ মাস্টার। এই গান প্রসঙ্গে পূজা এন্টারটেইনমেন্টের প্রযোজক দীপশিখা দেশমুখ বলেন, অক্ষয় স্যার ও পরিণীতির একসঙ্গে আসাটা পুরো ধামাল।
রাঘব-পরিণীতি
সামনেই বিয়ে, পাত্র রাঘব চাড্ডা। রাঘব-পরিণীতি বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছে। তবে হঠাৎ অক্ষয়ের সঙ্গে কেন ভাংড়ায় মজে পরিণীতি চোপড়া। নাগড়ার তালে জমিয়ে নাচলেন দুজনে। ব্যাপারটা কী? কোথায়-ই বা এসব ঘটেছে!
তাহলে খোলসা করেই বলা যাক। শীঘ্রই আসছে অক্ষয়ের ছবি 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। আর এই ছবিতেই আক্কির নায়িকা পরিণীতি। মুক্তি পেয়েছে ছবির গান জলসা ২.০। আর ছবির সেই গানেই জমিয়ে নাচলেন আক্কি-পরিণীতি। পঞ্জাবে ট্রাডিশনাল নাচ ভাংড়া করতে দেখে গেল তাঁদের।
প্রসঙ্গত, জলসা ২.০-এর মিউজিক করেছেন প্রেম ও হরদীপ। গানের কথা লিখেছেন সতিন্দর সারতাজ, তিনিই গানটি গেয়েছেন। আর গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ মাস্টার। এই গান প্রসঙ্গে পূজা এন্টারটেইনমেন্টের প্রযোজক দীপশিখা দেশমুখ বলেন, অক্ষয় স্যার ও পরিণীতির একসঙ্গে আসাটা পুরো ধামাল।