নবনীতা দাসের সঙ্গে ২০২৩-এর বছরের মাঝামাঝি বিচ্ছেদের কথা ঘোষণা করেন জিতু কমল। ওই বছরের শেষের দিকেই আইনত আলাদা হন তাঁরা। দেখতে দেখতে অনেকটা সময় পাড় হয়ে গিয়েছে। জিতু-নবনীতা দু'জনেই জীবনের পথে যে যার মতো করে এগিয়ে গিয়েছেন। তবে নতুন বছরে নতুন শুরু করতে চলেছেন জিতু, আবার তিনি ফিরছেন মেগায়। কিন্তু তার আগেই সমাজমাধ্যমের পাতায় ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ‘ইচ্ছে’। কিন্তু হঠাৎ কী ইচ্ছে হল নায়কের?
কিছুদিন আগে শোনা যায়, ছোট পর্দায় ফের ফিরছেন জিতু কমল। তাঁকে দেখা যেতে চলেছে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’তে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। যদিও সেখানে দেখা মেলেনি নায়কের। তবে তাঁর মাঝেই রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে নায়ক লেখেন ‘বেশ করেছি…ইচ্ছে।’ নিশ্চয়ই ভাবছেন কী কেমন ইচ্ছে হল তাঁর, যা পূরণ করার পর 'বেশ করেছি' বলতে হল?
আরও পড়ুন: প্রেম থেকে ব়্যাকেট, শাটলকর্ক, পদক! পিভি সিন্ধুর বিয়ের সাজে ফুটে উঠল জীবনের গল্প
অভিনেতার শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে তিনি ফোনে আসা বিভিন্ন সব নোটিফিকেশনের শব্দের সঙ্গে তাল মিলিয়ে নানা মুখভঙ্গি করছেন। আর তাঁর নিতান্তই মজার ছলে করা এই ভিডিয়ো শেয়ার করে, তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বেশ করেছি…ইচ্ছে’। নায়কের এই ছেলেমানুষি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, ‘তোমাকে ভালোবেসে’ ধারাবাহিকে অভিনেতার বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। জি বাংলার প্রকাশ করা প্রথম প্রোমোতে দিতিপ্রিয়াকেই কেবল দেখা গিয়েছিল। তবে শোনা গিয়েছিল এই মেগাতে নাকি নায়কের ভূমিকায় থাকবেন রাহুল মজুমদার। রাহুলের লুক সেটও হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি এই মেগা থেকে সরে দাঁড়ান।
আরও পড়ুন: ‘তারে জমিন পার’-এর ইশানের মতো ডিসলেক্সিয়া ছিল ছেলের! স্ক্রিপ্ট শুনে যা করেছিলেন আমির
এই প্রসঙ্গে, হিন্দুস্তান টাইমস বাংলাকে রাহুল বলেছিলেন, ‘সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই।’
কাজের সূত্রে, জিতুকে শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিটিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছে। এর পরবর্তীতে তাঁকে ‘আমি আমার মতো’, ‘বাবু সোনা' ‘আপনজন’ ছবিতে দেখা যাবে। এই তিনটি ছবিই এসকে মুভিজ প্রযোজনা করছে।