১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছিলেন রাখী, কুলভূষণ খারবান্দা এবং পুনীত ইসার। এটি ছিল ৯০ এর দশকের সবথেকে বড় ব্লকবাস্টার।
আসছে বর্ডার-২
গদর-২ সফল, তাই এবার বর্ডার-২ আনার পরিকল্পনা করছেন সানি দেওল। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা যাচ্ছে, বর্ডার-২ প্রযোজনা করবেন জেপি দত্ত, যিনি ১৯৯৭ সালে ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন। জানা যাচ্ছে, সানি দেওল ছাড়াও বর্ডার-২ বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা দেখা যেতে পারে বলে খবর। খুব শীঘ্রই নাকি ‘বর্ডার ২’-র কথা আনুষ্ঠানিক ঘোষণা হবে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছিলেন রাখী, কুলভূষণ খারবান্দা এবং পুনীত ইসার। এটি ছিল ৯০ এর দশকের সবথেকে বড় ব্লকবাস্টার।