এখন কোথায় আছেন, কেমন আছেন পিয়ার প্রাক্তন গায়ক স্বামী অনুপম রায়? অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দিচ্ছে, তিনি এই মুহূর্তে ভাইজ্যাকে (বিশাখাপত্তনম) রয়েছেন। সঙ্গী তাঁর বাবা-মা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বাবা-মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অনুপম রায়। ক্যাপশানে লিখেছেন, ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা।’
পরম-পিয়া-অনুপম
সোশ্যল মিডিয়ায় এখন একটাই আলোচনা পরম-পিয়ার বিয়ে। তবে এই বিয়েতে কমবেশি সকলেই অনুপম রায়ের প্রতিক্রিয়া জানতে চান। অনুপম অবশ্য চুপ। শুধু এক সাক্ষাৎকারে প্রাক্তনের বিয়ে নিয়ে তিনি বলেন, ‘আমিও শুনেছি, তবে ওরা আমায় কিছুই জানায়নি।’ অনুপমের সোশ্যাল মিডিয়া জুড়ে যেন শুধুই একাকীত্ব। মুখে সেভাবে কিছু কথা না বললেও গায়কের সোশ্যাল মিডিয়াতেই যেন ধরা পড়ছে, তাঁর মানসিক অবস্থার ছবি। এমনটাই মনে করছে নেটপাড়া।
পরমব্রত-পিয়ার বিয়ে হয়েছে গত ২৭ নভেম্বর। বিয়ের পর তিনদিন কেটেও গিয়েছে। এখন কোথায় আছেন, কেমন আছেন পিয়ার প্রাক্তন গায়ক স্বামী অনুপম রায়? অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দিচ্ছে, তিনি এই মুহূর্তে ভাইজ্যাকে (বিশাখাপত্তনম) রয়েছেন। সঙ্গী তাঁর বাবা-মা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বাবা-মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অনুপম রায়। ক্যাপশানে লিখেছেন, ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা।’