
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কালীপুজোর রাতে সামনে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি-র প্রোমো। আর প্রথম দর্শনেই তা কেড়ে নিয়েছে সকলের মন। আর হবে নাই বা কেন, হিরো যে আদৃত রায়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় হিরোদের তালিকায় প্রায় প্রথম সারিতেই নাম আসে এই সুদর্শন নায়কের। মিঠাইয়ের দেড় বছর পর তিনি ফের আসছেন বাংলার ঘরেঘরে।
মাঝে একটি সিনেমার কাজও করে ফেলেছেন আদৃত। এসভিএফের সঙ্গে পাগল প্রেমী-র মুখ্য চরিত্র ছিলেন তিনি। যদিও কিছু আভ্যন্তরীন জটিলতায় সে সিনেমার মুক্তি আটকে যায়। আর তারপর থেকেই দুঃখে ছিলেন আদৃত-প্রেমীরা। তবে আর নো চিন্তা। জি বাংলা বড় সুযোগ করে দিল ফের একবার।
কলকাতার এক পুরনো পরিবারের গল্প নিয়ে মিত্তির বাড়ি। যেখানে দেখা যাবে মিত্তিরদের নাতি বাবার বিরুদ্ধে গিয়ে খানদানি বাড়ি বাঁচাতে দাঁড়াবে বাবার বিরুদ্ধে। আর পাশে পাবে দাদু-ঠাকুমারই আশ্রিতা মেয়েটিকে।
ট্রেলার নিজের প্রোফাইলে শেয়ার করে একটি পোস্ট করলেন আদৃত। এমনিতে যদিও সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন তিনি। তবে নিজের সিরিয়ালের প্রোমোশন করবেন না তা কি হয়! মিত্তির বাড়ির প্রোমো শেয়ার করে আদৃত লিখলেন, ‘যা সবসময় বলা হয়…'শিরদাঁড়া সোজা রাখতে হয়'। আমার জন্য আরেকটি চরিত্র তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ রাখি ম্যাম! টেলিভিশনের জগতে ফিরে আসার জন্য আপনার হাত ধরার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না’
‘আমার ফিরে আসার একমাত্র কারণ হল বঙ্গললনারা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছেন। আমাকে আপনাদের হৃদয়ে রাখার জন্য আপনাকে ধন্যবাদ! এত ভালো নম্বর পেয়েছি শুধুমাত্র ভালো ফল পেতে। সবাইকে দিওয়ালির শুভেচ্ছা।’, আরও লিখলেন আদৃত।
যদিও মিত্তির বাড়ির প্রোমো সামনে আসার পর থেকেই অনেকে এটির সঙ্গে তুলনা টানতে শুরু করে দিয়েছেন মিঠাই ধারাবাহিকের। বিশেষ করে তুলনাটা উঠছে দেবালয় ভট্টাচার্যের 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ছোট 'ইন্দু' অর্থাৎ পারিজাত চৌধুরীর সঙ্গে সৌমিতৃষা কুণ্ডুর। কারণ, তিনিই এবার নায়িকা আদৃতের বিপরীতে। আবার এক জায়গায় মিত্তির বাড়ির প্রোমো-তে আদৃতকে ‘আই হেট লাই’ বলতে শুনে কারও মনে পড়ছে উচ্ছেবাবুর মুখে শোনা ‘আই হেট সুইটস’। এখন দেখার টিআরপি-তে আগের মতোই খেল দেখাতে পারে কি না জি বাংলার নতুন এই ধারাবাহিক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports