আরজি করের ঘটনায় শুরু থেকেই সরব তিনি। পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে। তাঁরই মতো প্রতিবাদে নেমেছেন টলিপাড়ার আরও অনেক তারকা থেকে আম জনতাকেও। কিন্তু একী! পথে শুয়ে থাকা একটা কুকুরের গায়েও লাল কালি লেখা 'উই ওয়ান্টস জাস্টিস'। আর তাতেই বেজায় বিরক্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
কোনও প্রাণীর গায়ে রং দেওয়া খুবই বিপজ্জনক। আর সেকথাই বারে বারে বলে থাকেন পশু চিকিৎসকরা। রঙে থাকা রাসায়নিক পদার্থ পশুদের চামড়ার ভয়ানক ক্ষতি করে। আর সেকারণেই দোলের সময়ও বারবার মানুষজনকে পথ কুকুর, বিড়ালদের গায়ে রং না দেওয়ার কথা বলা হয়ে থাকে। তবে এবার কেউ বা কারা পথ কুকুরের গায়ে রং দিয়ে 'বিচর চাই' লেখায় বেজায় চটলেন পশুপ্রেমী শ্রীলেখা।
বিরক্ত শ্রীলেখা ফেসবুকের পাতায় লেখেন, ‘এই অবলাদের উপর অত্যাচার করে ন্যায় বিচার চাওয়া হচ্ছে? নোংরামির একটা সীমা থাকা দরকার। এর বিচার কে চাইবে?’