নিজের ফেসবুকে শ্রুতি লিখেছেন, ‘আঙুল কেটে গেলে ধরে বেঁধে আমায় ও ডি কোলোন লাগানো হলে আমার রিল আর রিয়েল হিরো ঠিক এভাবেই হেসে আমার মজা ওড়ায়।আমি একটু ভয় পাই এসব কাটাছেঁড়ায়।সমাজ কি আমায় মেনে নেবে? মেনে নেবে কি আমায় সমাজ? নিজের পোস্টের ক্যাপশানে লিখেছেন Sad life frand (দুঃখের জীবন বন্ধুরা)।
শ্রুতি-স্বর্ণেন্দু
'রাঙা বউ' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। তাঁর চরিত্রটি বেশ লড়াকু। এই ধারাবাহিকে শ্রুতির নায়ক অভিনেতা গৌরব রায়চৌধুরী। 'রাঙা বউ'-এর পরিচালক আবার শ্রুতির স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। যিনি কিনা আবার শ্রুতির স্বামী। অতি সম্প্রতি বিয়ে হয়েছে তাঁদের। এদিকে নব-দম্পতির মধ্যে একজন যখন পরিচালক, অপরজন যখন নায়িকা, তখন সিরিয়ালের সেটে কী ঘটে তারই আভাস দিলেন শ্রুতি।
জানা যাচ্ছে রাঙা বউ-এর সেটে নাকি হাত কেটে বসেন শ্রুতি। আর তাই অপর পার থেকে ছুটে এসে ওডি কোলন লাগিয়ে দিচ্ছিলেন। শ্রুতি আবার রক্ত দেখলে ভয় পান, তাই চোখ-মুখ কুচকে দাঁড়িয়েছিলেন, তাঁর কাণ্ড দেখে তাই না হেসে পারলেন না পরিচালক স্বর্ণেন্দু ও নায়ক গৌরব। শ্যুটিং সেটে ঠিক কী ঘটছিল সেকথা নিজেই ফাঁস করেছেন শ্রুতি।
নিজের ফেসবুকে শ্রুতি লিখেছেন, ‘আঙুল কেটে গেলে ধরে বেঁধে আমায় ও ডি কোলোন লাগানো হলে আমার রিল আর রিয়েল হিরো ঠিক এভাবেই হেসে আমার মজা ওড়ায়।আমি একটু ভয় পাই এসব কাটাছেঁড়ায়।সমাজ কি আমায় মেনে নেবে? মেনে নেবে কি আমায় সমাজ? নিজের পোস্টের ক্যাপশানে লিখেছেন Sad life frand (দুঃখের জীবন বন্ধুরা)।