দিন কয়েক আগে লখনউয়ের ট্রাফিক সিগন্যালে এক তরুণী একের পর এক চড় কষিয়েছিল এক ক্যাব চালককে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সামনে আসে ভয়ঙ্কর সত্যি। বিনা দোষেই তরুণীর রোষের মুখে পড়েছিলেন ওই চালক, এবার মুম্বই এয়ারপোর্টে তেমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। এয়ারপোর্টের মধ্যে অভিনেতা করণ সিং ছাবরাকে একের পর এক থাপ্পড় মারতে দেখা গেল এক তরুণীকে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধুরিও। তবে না, ঘাবড়ে যাবেন না, মুম্বই এয়ারপোর্টে লখনউর ক্যাব ড্রাইভারের মার খাওয়ার কাণ্ডটির নাট্য রূপান্তর করছিলেন করণ ও তাঁর বন্ধুরা। কিন্তু এই ভিডিয়ো শুরুতে দেখলে আপনি চমকে উঠবেন তা বলাই বাহুল্য। ভিডিয়োতে দেখা গেল এয়ারপোর্টের ভিতর করণ ট্রলি নিয়ে যাওয়ার সময় এক তরুণীর পায়ে টক্কর লেগে যায়। এরপরই হিংসাত্মক হয়ে উঠে তরুণী চড় কষাতে থাকেন করণকে। মাস্কে মুখ ঢাকা এই তরুণী আর কেউ নন, ডান্সার স্বপ্না সূর্য বংশী। ডান্স ইন্ডিয়া ডান্সের প্রতিযোগী ছিলেন স্বপ্না, জারা নাচকে দিখা-র ট্রফিও জিতেছেন স্বপ্না। তবে এই থাপ্পড় কাণ্ড দেখে হতবাক দেবিনা। তিনি তো স্বামী গুরমিতের কাছে প্রশ্নও করে বসেন, ‘এটা কী ঘটল?’। এই নাটকীয় চড় কাণ্ড এবং স্ত্রীর প্রতিক্রিয়া দুটোই মুঠোফোনে লেন্সবন্দি করেন গুরমিত। ‘রাবতা’, ‘বাজার’, ‘গিনি ওয়েডস সানি’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন করণ। ছোটপর্দাতেও চুটিযে কাজ করেছেন তিনি। করণের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।