বিপাকে অভিনেতা বিশ্বনাথ বসু। তিনি গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে বেলদায় নেতাজি তরুণ সংঘ ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিশ্বনাথ। সেখানে তাঁকে নেতাজির মুর্তিতে মাল্যদান করতে বলা হয়। তখন ভুলবশত জুতো পরেই নেতাজির মূর্তিতে মালা দিয়ে বসেন অভিনেতা বিশ্বানাথ। আর তাতেই বিপত্তি।
যদিও এবিপি আনন্দকে বিশ্বনাথ জানিয়েছেন, তিনি মাল্যদানের পর মঞ্চে উঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে কিছু কথা বলেন। এমনকি নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেন। এরপর সেখানে প্রায় ১-দেড়ঘণ্টা অনুষ্ঠান করেন। সবকিছু ঠিকঠাকই ছিল। তবে মঞ্চ থেকে নামতেই ক্লাবের সম্পাদক সহ বেশকয়েকজন এসে অভিনেতাকে ফের জুতো খুলে মাল্যদান করার কথা বলেন। তবে অভিনেতা জানান, তিনি ইতিমধ্যেই ভুল স্বীকার করে নিয়েছেন। আর এরপরই চড়াও হন তাঁরা। অভিনেতার অভিযোগ, তাঁরা মারমুখী হয়ে ওঠেন। এমনকি তাঁর দেহরক্ষী, ড্রাইভারের গায়ে হাতও তোলেন।
অভিযোগ,উত্তেজনা ছড়াতেই গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বিশ্বনাথ বসু। এদিকে তখন গাড়ি ধাওয়া করে উত্তেজিত জনতা। গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত বলে জানিয়েছেন বিশ্বনাথ বসু।
এদিকে তরুণ সংঘ ক্লাবের সম্পাদক পল্লব মাইতির দাবি, বিশ্বানাথ বসু নিজেই বলেছিলেন, অনুষ্ঠান শেষে তিনি জুতো খুলে ফের নেতাজির মূর্তিতে মালা দেবেন। তবে তিনি করেননি বলেই জনতা ক্ষেপে যায়। তবে এসবের মাঝে ক্লাবের লোকজনই ব্যারিকেড করে তাঁকে গাড়ি নিয়ে বের হয়ে যেতে সাহায্য করে বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।