খুনের অভিযোগে জেলে বন্দি। অথচ জেলের মধ্যে বেশ খোশ মেজাজে দেখা গেল দক্ষিণী অভিনেতা দর্শন থুগুদীপাকে। জেলের লনে বসে ধূমপান করতে করতে গ্যাংস্টার সহ অন্য বন্দীদের সঙ্গে খোশগল্প করতে দেখা যায় অভিনেতা দর্শনকে। আর তাতেই অনেকে অভিযোগ করতে থাকেন, জেলের মধ্যে 'ফাইভস্টার ট্রিটমেন্ট'-এ রয়েছেন কন্নড় তারকা।
এদিকে কন্নড় তারকা দর্শনের ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। ইতিমধ্যেই এই ঘটনায় কর্ণাটক সরকার বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সহ সাত কর্মকর্তাকে সাসপেন্ড করেছে।
জানা যাচ্ছে, বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহর সেন্ট্রাল প্রিজনে রয়েছেন কন্নড় তারকা দর্শন। আর সেই জেলের ভিতরেই নাকি গ্যাংস্টার জে নাগরাজ ওরফে উইলসন গার্ডেন নাগার সঙ্গে খোশগল্পে মেতেছিলেন কন্নড় তারকা। এছাড়াও জেলেন ভিতর থেকে ভিডিয়ো কলে একজনের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে দর্শনকে। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এদিকে এই ঘটনার বিষয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এটাকে গাফিলতি বলে অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা গতকাল রাতে কারাগারের ঘটনা গিয়ে ঘটনার তদন্ত করেছেন। এ ঘটনায় মোট সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এট্ কারাগারে একটা ত্রুটি এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।’
প্রসঙ্গত, গত জুনে অভিনেতা দর্শন ও তাঁর ঘনিষ্ঠ বন্ধবী পবিত্রা গৌড়াকে অনুরাগী রেণুকা স্বামীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়। বছর ৩৩-এর রেণুকা চিত্রদুর্গার বাসিন্দা। গত ৯ জুন দক্ষিণ-পশ্চিম বেঙ্গালুরুতে বাজেয়াপ্ত করা গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহৃত শেডে নিহত রেণুকাস্বামীকে হত্যা করা হয় বলে অভিযোগ। এরপর তাঁর দেহ ১০ কিলোমিটার দূরে একটা জলের ড্রেনে ফেলে দেওয়া হয়।
অভিযোগ, পবিত্রা গৌড়াকে নাকি অশালীন মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা। আর তাতেই চটে গিয়ে রেণুকাকে মারধর করেন দর্শন। দক্ষিণী অভিনেত্রী পবিত্রা গৌড়া নাকি দর্শনের খুবই কাছের। তাঁদের প্রেমের গুঞ্জনও শোনা যায়।