
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আর কিছুদিনের অপেক্ষা তারপরই গরমের ছুটি ফাটাফাটি করতে মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) নতুন বাংলা ছবি ফাটাফাটি (Fatafati)। এখন এই ছবির প্রচার পর্ব চলছে।
সমাজের চোখে তথাকথিত 'অসুন্দর' যা কিছু এবার সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে এই টিম। কখনও স্থূল মহিলাদের কোন কোন সমস্যায় পড়তে হয়েছে বা হয় সেটা তুলে আনা হয়েছে। কখনও জানানো হয়েছে তাঁরা কীভাবে এই সমস্যা হ্যান্ডেল করেন। কিন্তু পুরুষরা? বডি শেমিংয়ের (Body Shaming) শিকার কি কেবলই মহিলারাই হন? পুরুষরা কি বাদ যান? বিলকুল নেহি! এবার সেই প্রসঙ্গেই কথা বললেন আবির চট্টোপাধ্যায়।
ফাটাফাটি ছবিতে একজন প্লাস সাইজ মডেলের গল্প উঠে আসবে। এই ছবির জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী। আর এই চেহারার কারণেই তাঁকে ছবির গল্পে অনেক অত্যাচার, হেনস্থার মুখে পড়তে হবে। তবুও তিনি অর্থাৎ ছবির নায়িকা ফুল্লরা ভাদুড়ি কী করে ঘুরে দাঁড়ায় সেই গল্প দেখাবে ফাটাফাটি। তাঁর বিপরীতে এখানে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।
আজকাল কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস নিয়ে শেমিং চলে। বাদ যায় না বডি শেমিং। আগে যেমন পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা বডি শেম করতেন এখন সেটা সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেড়েছে। গুণের থেকে যেন আজকাল রূপের কদর অনেক বেশি। এই বিষয়ে আবির এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'অনেকেই ভাবে কোনও সুপুরুষ অভিনেতা নাকি অভিনয় করতেই পারেন না। যতই আমার চোখে কাউকে রোগা, বা মোটা লাগুক, অন্যের চোখে হয়তো সুন্দর। আবার আমার কাছে যা সুন্দর, সেটা অন্যের কাছে নাও হতে পারে। আসলে সবটাই আপেক্ষিক।' তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ' আসলে আমি মনে করি সৌন্দর্যের কোনও সংজ্ঞা হয় না। আর আমাদের ছবি ফাটাফাটি এই বডি শেমিংয়ের বিষয়েই বার্তা দেবে। তবে এই ছবি দেখার পরই সবাই ট্রোল করা ছেড়ে দেবে এমনটা নয়। তবুও আমরা বার্তা দেওয়ার চেষ্টা করেছি।'
তিনি দর্শকদের দিক দিয়ে বিচার করে গোটা বিষয় নিয়ে বলেন, 'দেখুন একজন দর্শকের মধ্যে দুই ধরনের ভাবনা কাজ করে, প্রথমত মানুষ নায়ক নায়িকার মধ্যেই নিজেকে বা নিজের কোনও পরিচিত ব্যক্তিকে খুঁজে পেতে চান। বা, তিনি একটা সময় যা হতে চেয়েছেন কিন্তু পারেননি সেটা দেখতে চান।'
কিন্তু যদি সুন্দর, অসুন্দর সবটাই আপেক্ষিক হয়, বডি শেমিং নিয়ে বার্তা দেওয়া হচ্ছে তাহলে অভিনেতা অভিনেত্রীরা কেন নিজেদের ফিট রাখতে, সুন্দর রাখতে চান সবসময়? উত্তরে অভিনেতা বলেন, ' আমরা যখন বহু মানুষের সামনে আসছি তখন নিজেকে সুন্দর করে উপস্থাপন করা জরুরি। দর্শকরা টিকিট কেটে আমাদের ছবি দেখতে আসেন। তাই অন্যান্য জীবন জীবিকার তুলনায় আমাদের নিজেদের সুন্দর রাখা, ফিট রাখা প্রয়োজন।'
৳7,777 IPL 2025 Sports Bonus