সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে ট্রোলিং আজকাল হামেশাই চোখে পড়ে। ট্রোলের হাত থেকে রক্ষা পায় না তারকাদের পরিবারও। অমিতাভ বচ্চনের নাতনি ১১ বছরের আরাধ্যাকে নিয়ে অনলাইন ট্রোল এমন জায়গায় পৌঁছয় যে মাঝেমধ্যে মুখ খুলতে হয় বাবা অভিষেককে। নেটিজেনদের রোষে পড়েন সলমনের বোন অর্পিতা খানও। তাঁর ওজন, গায়ের রং নিয়ে হয় কটাক্ষ। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অর্পিতার স্বামী আয়ুশ শর্মাও।
প্রসঙ্গত, অর্পিতাকে মুম্বইয়ের ফুটপাথ থেকে দত্তক নিয়েছিলেন সেলিম খান ও হেলেন। সলমনের চোখের মণি বোন অর্পিতা।
একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়েছে যেখানে আয়ুশকে বলতে শোনা যাচ্ছে, অর্পিতা একজন পাবলিক ফিগার হওয়ায় বেশিরভাগ সময়ই ওকে টার্গেট করা হয়। যখনই ওর ছবি অনলাইনে আসে ওকে চরম উপহাসের শিকার হতে হয়।
আয়ুষ বলেন, ‘আমার স্ত্রী অতিরিক্ত ওজনের জন্য ক্রমাগত ট্রোলড হয়। আসলে অনেকেরই ধারনা, একজন তারকা হওয়ায় তার এতটা মোটা হওয়া উচিত নয়। নির্দিষ্ট ধরনেরই পোশাক পরা উচিত। সঙ্গে ওর গায়ের রং চাপা। তাই যতবারই ওর ছবি সামনে আসে লোকেরা তা নিয়ে কমেন্ট করতে শুরু করে। কোনও মানুষ আভ্যন্তরীন সৌন্দর্য নিয়ে ভাবতে চায় না। তাঁদের কাছে বাইরের সৌন্দর্যটাই আসল। লোকে সুন্দর মানুষ দেখতেই পছন্দ করে।’
অভিনেতা অবশ্য ভাগ করে নিয়েছেন যে তিনি তাঁর স্ত্রীর জন্য গর্বিত, কারণ অর্পিতা নিজের গায়ের রং নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ট্রোলিং তাঁর জীবনে কোনও প্রভাব ফেলতে পারে না। আয়ুশ আরও জানান যে, অর্পিতা তাঁর জীবনে সেভাবেই বাঁচেন যেভাবে তিনি চান।
‘আমি সবসময় আমার স্ত্রীকে নিয়ে গর্ব বোধ করি। কারণ ও নিজের ত্বকে স্বাচ্ছন্দ্য। আমাকে সবসময় বলে, ‘আমি কোনও তারকা নই, আমি তারকা হওয়ার মতো কিছুই করিনি। আমি কখনও ক্যামেরার সামনে যাবও না। সুতরাং আমি সেরকমই থাকব যেরকমই আমি থাকতে চাই। আমি সেরকমই জীবন কাটাব যেরকম জীবন আমি কাটাতে চাই’।’’
“কিন্তু আমি আমার স্ত্রীকে নিয়ে গর্বিত, কারণ সে তার নিজের ত্বকে আরামদায়ক। তিনি কে তা নিয়ে গর্বিত এবং বন্ধ দরজার পিছনে, তিনি আমাকে বলেন, 'আমি সেলিব্রিটি নই, আমি সেলিব্রিটি হওয়ার জন্য কিছুই করিনি। আমি কখনই ক্যামেরার সামনে থাকব না, তাই আমি যা হব তাই আমি হতে চলেছি, আমি আমার জীবন বাঁচতে যাচ্ছি যেভাবে আমি আমার জীবন যাপন করতে যাচ্ছি।'
অর্পিতা এবং আয়ুষ সম্প্রতি একটি ইদ পার্টির আয়োজন করেছিলেন, যাতে উপস্থিত ছিলেন সলমন, আমির খান, ক্যাটরিনা কাইফ, টাবু, কার্তিক আরিয়ান, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, অনিল কাপুর, কঙ্গনা রানাওয়াত, সুনীল শেট্টি, নেহা শর্মা, আয়েশা শর্মা, দিশা পাটানি, ইউলিয়া ভান্তুর, শেহনাজ গিল, পলক তিওয়ারি ও প্রীতি জিন্টা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )