
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'মিস্টার পারফেক্টশনিস্ট' তকমা পেয়েছেন বহু আগেই। বি-টাউনে আমিরের সহকর্মীদের অনেকেই বলেন, যেকোনও বিষয়েই নাকি আমির বড় খুঁতখুঁতে। পারফেক্ট না হওয়া পর্যন্ত ছাড়েন না। সম্প্রতি, আমির খানকে নিয়ে মুখ খুললেন তাঁর 'দঙ্গল' সহ অভিনেতা শিশির শর্মা। যিনি নীতিশ তিওয়ারির 'দঙ্গল'-এ ছোট চরিত্রে অভিনয় করলেও তাঁকে সকলে মনে রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, শিশির শর্মা আমির খানকে নিয়ে মুখ খুলেছেন। সেটে তাঁকে একদিন একপাশে ডেকে নিয়ে গিয়ে বিশেষ পরামর্শ দিয়েছিলেন আমির খান। বলেছিলেন, ‘শিশির তুমি জানো ইনি হরিয়ানভি। পিঠে যেমন সকলের হাত পৌঁছয় না, তেমনই হরিয়ানভি সবার আসে না। তোমার এটা অনুশীলন করা দরকার। এটার জন্য রিহার্সাল করতে হবে।’ অভিনেতা শিশির শর্মা বলেন, ‘আমির খান নিজেও ১২০ বার রিহার্সাল করতেন। আর এটাই হলেন আমির খান। আমি কিন্তু একেবারেই মজা করছি না। উনি ভীষণ পেশাদার। তিনি ক্যামেরার সামনে এবং পিছনে থাকা সমস্ত কলাকুশলীদেরই ঘষেমেজে তৈরি করে নেন।’
আরও পড়ুন-একমুখ দাড়ি, চোখে চশমা, ঠাওর করা মুশকিল! দেখুন তো এই অভিনেতাকে চেনেন কিনা?
আরও পড়ুন-শিবপুরে প্রাক্তন পরমব্রতর সঙ্গে অভিনয়, তবু স্বস্তিকা বলছেন 'ধরা দেব না…'
আরও পড়ুন-বজরংবলীর জন্য সংরক্ষিত আসন, ‘আদিপুরুষ’-রামকে দেখা যেতেই সিনেমাহলে ঢুকল বানর…
শিশির শর্মা জানান, এর আগে 'তলাশ' ছবিতে আমির খানের সঙ্গে কাজ করেছিলেন তাঁর মা শশী শর্মা। শিশির জানান, ‘তলাশে কাজ করার সময় আমার মা আমিরজিকে মনে করিয়ে দেন, যে তিনি তাঁর বাবার সঙ্গে কাবুলিওয়ালা নাটকে কাজ করেছেন। যেকথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন আমিরজি। এর দু-তিনদির পর আমির খান আমাদের বাড়িকে ২-৩ বাক্স আম পাঠিয়েছিলেন। আর এই কথাগুলোই আমি ওঁকে দঙ্গলের সেটে মনে করিয়ে দি, তখন আমাদের সম্পর্ক অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। তবে সেটে শুধুই পেশাদারিত্ব, আর সেটের বাইরে বন্ধুত্ব।’
প্রসঙ্গত, শাহরুখ খানের 'পাঠান'-এর আগে পর্যন্ত 'দঙ্গল' ছিল সবথেকে বড় হিট। যে ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে। সম্প্রতি এই রেকর্ড ভেঙেছেন শাহরুখ। তবে ২০২২-এ মুক্তি পাওয়া লাল সিং চাড্ডা বক্স অফিসে ব্যর্থ হয়। আর তারপরই আপাতত সিনেমা থেকে কিছু দিনের বিরতি নিয়েছেন আমির খান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports