'বহুরূপী'র পর এবার 'আমার বস' বক্স অফিসে আরও একটা ব্লকবাস্টার দেওয়ার পথেই হাঁটছেন শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজ প্রোডাকশন। ৯ মে, শুক্রবার কবিগুরুর জন্মদিনে মুক্তি পায় রাখি গুলজারের কামব্য়াক বাংলা ছবি 'আমার বস'। দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবির দুনিয়ায় ফিরলেন রাখি।
এদিকে শুক্রবার ৯ মে মুক্তির পর বক্স অফিসে ইতিমধ্যেই ৩ দিন কাটিয়ে ফেলেছে আমার বস। এই তিন দিনে আয় কত হল ছবিটির? এবিষয়ে উইন্ডোজ প্রোডাকশনের তরফে Hindustan Times Bangla-কে জানানো হয়, তিন দিনে ছবির আয় হয়েছে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা। অর্থাৎ শুক্র, শনি, রবি ঝড়ের গতিতে ব্য়টিং করেছে 'আমার বস'। এদিকে প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয় সোমবারও আমার বস-এর ৭৫টিরও বেশি শো ইতিমধ্যেই হাউজ ফুল।
আরও পড়ুন-শুরু থেকেই চর্চায়, মুক্তির পর হাউস ফুল, কত টিকিট বিক্রি হল ‘আমার বস’-এর?
মুক্তির পর গত তিন দিনে 'আমার বস' ছবির এমন অভাবনীয় সাফল্যের বিষয়ে ছবির পরিচালক-প্রযোজক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ‘একটা কঠিন পরিস্থিতিতে এই সিনেমাটা মুক্তি পেয়েছে। খুবই ভয়ে ভয়ে ছিলাম। একটা সিনেমাকে কেন্দ্র করে প্রচুর মানুষের জীবিকা বেঁচে থাকে, অসংখ্য থিয়েটার হল, সেখানেও অনেক মানুষ কাজ করে। ছবিটা চললে, এই মানুষগুলি কাজ পায়। কাজেই আমার বস-এর সাফল্য আবার অনেকের মুখে হাসি ফোটাতে পেরেছে। আর এর পূর্ণ কৃতিত্ব আমি দেব ছবির পুরো টিমকে। বিশেষ করে রাখি গুলজার, যিনি ২২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, নন্দিতা রায়কেও অসংখ্য ধন্যবাদ। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে আমাদের প্রথম কাজ। আরও অনেক মানুষের সঙ্গে আমরা প্রথমবার কাজ করলাম, প্রত্যেককে ধন্যবাদ। বছরের এখনও পর্যন্ত বক্স অফিসে সেরা ওপেনিং এবং সেরা ওপেনিং উইকেন্ড হয়ে রইল আমার বস। সব শেষে বলব, বাংলা সিনেমার জয় হোক।’
প্রসঙ্গত, মা ছেলের রসায়ন ফুটে উঠেছে ‘আমার বস’-এ। মা হলেন রাখি গুলজার, আর ছেলে শিবপ্রসাদ। কখনো ভালোবাসা, আবার কখনো অভিমান, একাধিক আবেগ ফুটে উঠেছে রাখি-শিবপ্রসাদের সম্পর্কে। 'বই প্রকাশনা সংস্থা'র 'বস' হলেন অনিমেশ গোস্বামী (শিবপ্রসাদ), যিনি কিনা অফিসে একপ্রকার ত্রাস। তবে অনিমেশের অফিসেই একদিন হাজির হয়ে যান তাঁর মা শুভ্রা গোস্বামী (রাখি)। আর মা শুধু অফিসেই আসেন না, সেখানেই খুলে ফেলেন বয়স্কদের রাখার একটি ক্রেশ। যেখানে অফিসের কর্মীরাই তাঁদের বাড়ির বয়স্কদের রাখতে পারবেন। এরপর মা-ছেলের মধ্যে আসল সমস্যা শুরু! এমনই পরিবারিক ও সামাজিক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি।