
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পূর্ণতা পেল আলিয়া আর শেনের ভালোবাসা। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার মুম্বইয়ে সাত পাকে বাঁধা পড়লেন অনুরাগ কশ্যপের একমাত্র কন্যা। বিদেশি পাত্রের সঙ্গে রূপকথার বিয়ে সারলেন পরিচালকের ইনফ্লুয়েন্সার কন্যা। আরও পড়ুন-বউকে দেখেই ছাদনাতলায় কেঁদে ফেললেন শেন! জাপটে ধরে চুমু খেলেন আলিয়া
বিয়েতে অফ হোয়াইট-গোলাপি লেহেঙ্গায় ঝলমল করেছেন আলিয়া। কনের সাজে বউকে দেখে ঝরঝরিয়ে কেঁদেছেন অনুরাগের জামাই। মেয়ের বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করে ক্লান্ত অনুরাগ কশ্যপ। চার হাত এক হতেই আলিয়ার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন শেন গ্রেগ।
বিয়ের সাজে খানিক সাবেকি ছোঁয়া থাকলেও রিসেপশনে পুরোদস্তুর মর্ডান লুকই বাজছেন শেনের বেটার হাফ। আলিয়াকে এদিন পাওয়া গেল থাই চেরা লম্বা কালো স্কার্ট এবং সোনালি রঙা ব্রেস্টপ্লেটে। চুলে হালকা কার্ল, মানানসই মেকআপ আর ছিমছাম জুয়েলারিতে লেন্সবন্দি হলেন নতুন কনে। হাতে ঝুলতে কালো রঙা পার্স। ওদিকে কালো স্যুটে হ্যান্ডসাম অনুরাগের জামাই।
আলিয়া-শেনকে শুভেচ্ছা জানাতে এদিন তারকার ঢল। অনুরাগ ঘনিষ্ঠ বলিউড তারকারা পৌঁছেছিলেন পরিচালকের মেয়ের রিসেপশনে। পাশাপাশি ছিলেন আলিয়ার সেলেব বান্ধবীরাও। খুশি কাপুর তো বিয়ের সব অনুষ্ঠানে নজর কেড়েছেন। রিসেপশনে সোনালি শাড়িতে ঝলমলে সুহানা খান। ওদিকে মামা অভিষেকের হাত ধরে আলিয়ার রিসেপশনে এসে পৌঁছান সুহানার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দ। এদিন ফের একছাদের নীচে পাওয়া গেল চর্চিত যুগলকে।
সুহানার শাড়ি লুকে ফিদা নেটপাড়া। তাঁর কপালের ছোট্ট টিপ নজর এড়ালো না কারুর। এলিগেন্সের মামলায় বলিউডের তাবড় নায়িকাদের এখনই টেক্কা দিচ্ছেন কিং খানের মেয়ে।
শেন-আলিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন অনুরাগের নায়িকা সানি লিওন, সঙ্গী তাঁর স্বামী ড্যানিয়েল। দেখা মিলল নবদম্পতি নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। শোভিতার পরনে ছিল শিমারি সালোয়ার স্যুট, চুল খোঁপায় বাঁধা, কালো বন্ধগলায় চৈতন্যকে দারুণ দেখাচ্ছিল। বউয়ের হাত ধরে বিয়ের আসরে হাজির ববি দেওল। পৌঁছেছিলেন ওরি, নওয়াজউদ্দিন সিদ্দিকি-সহ বলিউডের আরও অনেকে।
আরও পড়ুন-‘অলিরও কথা শুনে…’, গায়িকার বিয়ে বলে কথা! সিঁদুর পরেই বরের জন্য় গান ধরলেন দেবলীনা
অনুরাগ কশ্যপ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বজাজের একমাত্র মেয়ে আলিয়া। আলিয়ার বিয়ের আসরে দেখা মিলেছে অনুরাগের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিনেরও। মেহেন্দি-সঙ্গীত থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই যোগ দেন কালকি। আলিয়ার সঙ্গে দারুণ ভাব তাঁর, সেই কারণেই ছুটে আসা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports