এ আর রহমানের গুণমুগ্ধ নন এমন মানুষ ভীষণই কম আছে। তাঁর গানের জাদুতে মুগ্ধ সকলে। তবে সম্প্রতি এমন একটা ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনে হতবাক সকলেই। মধুচন্দ্রিমায় গিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন অস্কারজয়ী এই গায়ক। ফাঁস করলেন তাঁর শ্যালক।
আরও পড়ুন: 'আমি ভীষণভাবে বেঁচে আছি', 'জীবিত' তসলিমার প্রোফাইলকে 'শ্রদ্ধা' জানাচ্ছে মেটা! কাণ্ড দেখে হতবাক লেখিকা
এ আর রহমান কী করেছিলেন মধুচন্দ্রিমায়?
এ আর রহমান কিছুদিন আগে তাঁর এবং তাঁর শ্যালকের খাট্টামিঠা সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন। জানিয়েছিলেন তাঁরা যেমন একে অন্যকে ভালোবাসেন, তেমনই আবার একে অন্যের সঙ্গে দুষ্টুমিও করেন । বলেন তাঁরা দুজন দুই মেরুর মানুষ। এবার গায়কের শ্যালক মুখ খুললেন রহমানকে নিয়ে।
সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ আর রহমানের শ্যালক জানিয়েছেন, 'আমার এখনও মনে আছে যখন ওর বিয়ে হয় তখন ও আর আমার বোন হানিমুনে গিয়েছিল কোনও এক পাহাড়ি জায়গায়। আমি ওদের রাতে ফোন করি, তখন বোধহয় ১২ টা বেজে গিয়েছে। ফোন ধরে আমার বোন জানায় যে ও ঘুমিয়ে পড়েছে। সেটা শুনে আমি যখন জিজ্ঞেস করি যে রহমান কোথায় তখন বোন জানায় জানি না। পরে জানতে পারি ও পাশের ঘরে বসে বীণা বাজাচ্ছিল। কিছু কম্পোজ করছিল। তো ওরম একজন মানুষ।' এখান থেকেই বোঝা যায় রহমান তাঁর কাজ, শিল্পের প্রতি কতটা নিবেদিত মন। তিনি এও জানান তিনি যত গল্প করতে ভালোবাসেন রহমান তত চুপচাপ , লাজুক প্রকৃতির।
প্রসঙ্গত এ আর রহমান ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ে করেন সায়রা বানুকে। তাঁদের তিনটি সন্তান আছে।