নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার পর ধরনায় বসে আসলে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এমনই দাবি করলেন বাম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর মন্তব্য, কমিশনের রোখা উচিত ছিল মমতাকে। এদিন সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটপ্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করে ঠিক করেছে কমিশন। কিন্তু বিজেপি নেতাদের কী হবে? দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা প্ররোচনা দিয়েছেন। প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রী প্ররোচনা দিয়েছেন। তাদের বিরুদ্ধে কবে পদক্ষেপ করবে কমিশন?এর পরই মমতার দিকে আক্রমণের মুখ ঘোরান সুজন। বলেন, মমতাকে প্রচারে নিষিদ্ধ করেছে কমিশন। তার পরেও তো উনি ধরনায় বসেছেন। সেটা তো একরকম প্রচার। কমিশন ওকে রুখল না কেন? তাহলে তো বলতে হয় কমিশন মমতার সুবিধা করে দিচ্ছে। সোমবার রাতে ২৪ ঘণ্টার জন্য মমতাকে ভোটপ্রচারে নিষিদ্ধ করে কমিশন। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত জারি থাকবে সেই নিষেধাজ্ঞা। কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে দাবি করে মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেন মমতা। সেনার অনুমতি ছাড়ায় সাড়ে তিন ঘণ্টা সেখানে বসেছিলেন তিনি। বসে একটি ছবি আঁকেন মুখ্যমন্ত্রী।