নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে ভয় দেখানো নিয়ে গতকাল বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই অভিযোগকে উড়িয়ে দিল নির্বাচন কমিশন। এদিন কমিশন জানায়, রিটার্নিং অফিসারকে ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন। এছাড়া নন্দীগ্রাম নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায়, নন্দীগ্রামে পুনর্গণনার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গতকাল মমতা দাবি করেন, নন্দীগ্রামে রিটার্নিং অফিসারের প্রাণনাশের হুমকি থাকার জন্য পুনর্গণনার নির্দেশ দেওয়া হচ্ছে না। এনিয়ে একটি মেসেজের স্ক্রিনশট দেখান তিনি। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় জোর তরজা। তবে সেই বিষয়ে বিতর্ক শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই বিষয়ে কমিশন জানিয়ে দেয়, রিটার্নিং অফিসারকে ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন। তবে মমতার অভিযোগের পরেই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকার নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের বাড়িতে নিরাপত্তা মোতায়েন করে।
মমতা গতকাল সাংবাদিকদের বলেন, 'প্রাণনাশের হুমকি রয়েছে। তাই পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পাচ্ছেন রিটার্নিং অফিসার। বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণে আমাকে মেরে ফেলা হতে পারে।'
যদিও ওই রিটার্নিং অফিসার কে এবং তাঁর সঙ্গে কার কথপোকথন হয়েছে সেবিষয়ে কিছু বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রামে ভোট পুনর্গণনার জন্য আদালতে যাবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা। ততক্ষণ পর্যন্ত ভিভিপ্য়াট, ব্যালট এবং ইভিএম আলাদা করে সরিয়ে রাখার কথা বলেছেন। তিনি বলেন, 'ওই মেশিনগুলি তদন্ত করে দেখা হবে সেগুলিতে কোনও বিকৃতি করা হয়েছে কিনা।'