‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে আবারও তরজায় নামল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য ঘিরে বিজেপির অভিযোগ, বাংলায় তোষামদের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা।শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে একটি বিতর্ক শোয়ের অনুষ্ঠান ছিল। তাতে হাজির ছিলেন কাকলি এবং বিজেপি নেতা সম্বিত পাত্র। পরে সেই বঙ্গ বিজেপির তরফে শোয়ের একটি অংশের ভিডিয়ো টুইটার আপলোড করা হয়। সেই ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) কাকলিকে বলতে শোনা যায়, ‘জয় শ্রীরাম স্লোগান দিয়ে এরা ২০১৪ সাল থেকে ভারতে হত্যালীলা শুরু করে দিয়েছে। তাঁরা যে যে বিষয়ে কথা বলছেন, যেখানে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হত্যা করেছে ওরা, মহিলাদের ধর্ষণ করেছে, নাবালিকাকে ধর্ষণ করে পেট্রল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে।’ তবে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে নিজেদের সাইটে যে ভিডিয়ো আপলোড করা হয়েছে, তাতে কাকলির এই বক্তব্য নেই। সেখানে তাঁকে একটি অংশে বলতে শোনা যায়, ‘আমরা জয় শ্রীরাম বলে কারও হত্যা করি না।’ কাকলির সেই মন্তব্য (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) নিয়ে পালটা তৃণমূলের বিরুদ্ধে তোষামদের রাজনীতির অভিযোগ তোলেন সম্বিত। তিনি বলেন, ‘দেশের একজন সাংসদ, তৃণমূলের একজন সাংসদ এরকম ভাষার ব্যবহার করছেন যে জয় শ্রীরাম বলে ধর্ষণ করা হয়! জয় শ্রীরাম একটি হত্যার স্লোগান! সেই স্লোগান বলে হত্যা করা হয়।’ সেই ঘটনার ভিডিয়ো প্রমাণ আছে বলে কাকলি দাবি করলেও তৃণমূল সাংসদকে ক্ষমা চাইতে বলেন সম্বিত। সঙ্গে বলেন, 'আপনি কখনও বলতে পারেন যে আল্লাহ-হু-আকবর বলে কেউ বোমা ছোড়েন? আপনি কি কখনও বলতে পারেন যে আল্লাহ-হু-আকবর বলে অনেক লোকজন সন্ত্রাসবাদী হামলা চালায়? আপনি বা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারবেন যে আল্লাহ-হু-আকবর বলে কেউ ছুরি দিয়ে মেরে দিয়েছে বা গলা কেটে দিয়েছে? এটা আপনাদের মুখ থেকে কখনও বের হবে না।' পাশাপাশি তিনি দাবি করেন, দেবী দুর্গা এবং রাম একে অপরের পরিপূরক।টুইটারে বঙ্গ বিজেপির তরফে লেখা হয়, ‘জয় শ্রীরাম হল খুন এবং ধর্ষণের স্লোগান, বলেছেন তৃণমল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের সাংসদ হওয়ায় উনি কি হিন্দু ভাবধারাকে ঘৃণা করেন নাকি উনি হিন্দু ভাবধারাকে ঘৃণা করেন বলে তৃণমূলের সাংসদ হয়েছেন? কোনও ভিত্তি নেই। তোষামদের রাজনীতি এবং নৈরাশ্য? এখন এটাই প্রশ্ন।’