
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিনকয়েক আগে অমিত শাহের সভায় ছিলেন এগরার বিজেপি প্রার্থী অরূপ দাস। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এলাকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এগরার বিজেপি প্রার্থী। স্বভাবতই চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে। তারইমধ্যে বৃহস্পতিবার চারটি জনসভা করবেন অমিত শাহ। ইতিমধ্যে বাঘমুণ্ডির জনসভা করেছেন।
গত ২১ মার্চ অমিত শাহের সভায় হাজির ছিলেন এগরার বিজেপি প্রার্থী। ট্যাবলো নিয়ে পানিপরুল থেকে এগরা পর্যন্ত রোড শো করেন তিনি। অমিত শাহের সভায় যেদিন তিনি হাজির ছিলেন, সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো হাজির ছিলেনই, সেই সঙ্গে ছিলেন শিশির অধিকারীও্। এছাড়াও বিজেপির অনেক নেতাই সেদিন মঞ্চে হাজির ছিলেন।এই সকলের সঙ্গেই মঞ্চে ছিলেন এগরার বিজেপি প্রার্থী। এরপর কাঁথিতে নরেন্দ্র মোদীর সভার আগে বিজেপির তরফে নেতা ও প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়, যেন তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নেন। সেইমতো এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরীক্ষা করান বিজেপি প্রার্থী অরূপ দাস। রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এখন এগরায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এগরার ওই বিজেপি প্রার্থী। অমিত শাহের সভার পরই বিজেপি প্রার্থীর করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্ব।
দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩,০০০-এর বেশি ।এই পরিস্থিতিতেই চলছে রাজ্যে ৮ দফার ভোটপর্ব। করোনা আবহে ভোট পর্ব সুষ্ঠুভাবে করতে তৎপর নির্বাচন কমিশন। কিন্তু এবার খোদ প্রার্থী নিজেই করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় প্রশাসন। ভোট-পর্ব সুষ্ঠুভাবে করাই এখন কমিশনের কাছে চ্যালেঞ্জ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports