অস্ত্র উদ্ধারের পর ২৪ ঘণ্টা কাটতে না - কাটতে ডাকাতির ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। বিজেপির দাবি, তাদের নেতা - কর্মীদের হেনস্থা করার জন্য ওই ডাকাতির ঘটনা সাজানো হয়েছে। ডাকাতির ঘটনায় ১ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সন্দেশখালি থানার সামনে বিজেপির বিক্ষোভে যোগ দেন বসিরহাট কেন্দ্রের দলীয় প্রার্থী রেখা পাত্রর।
আরও পড়ুন: মে-র শেষে সাইক্লোনের শঙ্কা, আমফানের পথ ধরেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল
পড়তে থাকুন: সম্পর্ক ছেদ করতে চাওয়ায় দিনে - দুপুরে নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক
ঘটনার সূত্রপাত শনিবার রাত ১১টা নাগাদ। সন্দেশখালির পিপড়াখালি ফেরিঘাটের ইজারাদার রামকৃষ্ণ ঘোষের দাবি, ফেরিঘাট বন্ধ করে টাকা গোছাচ্ছিলেন তিনি। তখন ঘাটের গুমটি ঘরে হামলা চালায় ৩ – ৪ জন সশস্ত্র দুষ্কৃতী। মারধর করে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তারা। এমনকী দুষ্কৃতীরা গুলি চালায় বলেও দাবি রামকৃষ্ণবাবু। রবিবার সকালে নিজের বাড়িতে শুয়ে তিনি বলেন, ‘১০ – ১২ হাজার টাকা নিয়ে গিয়েছে ডাকাতরা। ওদের আমি চিনি। পুলিশকে ওদের নাম বলেছি। ওরা বিজেপি করে। আমি তৃণমূল করি বলে বোধ হয় ওরা হামলা চালিয়েছে।’ এই পিপড়াখালি ঘাটের কাছেই তৃণমূলের সভায় শনিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের তাড়া করে অস্ত্র উদ্ধার করেছিলেন স্থানীয়রা।
আরও পড়ুন: চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন BJPতে, জুটছে পদে পদে অপমান, দাবি দেবাশিস ধরের
ঘটনাটি সাজানো বলে দাবি করে পালটা তৃণমূূল ও পুলিশকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, পিপড়াখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো অভিযুক্ত গোলাম শেখকে উদ্ধার করতে পারেনি পুলিশ। উলটে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করে দেওয়ায় ডাকাতির গল্প সাজিয়ে সারা রাত বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব চালিয়েছে পুলিশ। গ্রেফতার করেছে ১ বিজেপি কর্মীকে। এর প্রতিবাদে রবিবার দুপুর থেকে সন্দেশখালি থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি। বিক্ষোভে রয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা বলেন, ‘সন্দেশখালিতে তৃণমূল নেতাদের মদতে সন্ত্রাস চলছে। আর তাতে পুরোপুরি মদত দিচ্ছে পুলিশ। এখানে তৃণমূলের কোমর ভেঙে গিয়েছে বলে ওরা পুলিশকে ব্যবহার করছে। আমরা এই লড়াই শেষ পর্যন্ত লড়ে ছাড়ব। ওদের আর হাতে গোনা দিন বাকি। তার পর দেখি ওদের কে বাঁচায়?’