কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা থেকে স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে তিনি বলেন, উদয়ন গুহ বলেছিল আমি দিনহাটায় এলে বেঁধে রাখবেন। কখন কোথায় যেতে হবে বলুন। উদয়নকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি কর্মীদের কেশাগ্র স্পর্থ করলে আপনার বারোটা বাজাবো।
মমতাকে আক্রমণ শুভেন্দুর
সোমবার শুভেন্দুবাবু বলেন, ‘দিনহাটায় কর্মসূচি করতে মমতা পুলিশের আধিকারিকরা বারে বারে বাধা দিয়েছে। আমরা কার্যত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে এই সভা এখানে করতে পেরেছি। তাও আমাকে ৩০ কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে। আমি কারণ জানতে চাইলাম। বলল, ওখানে না কি হীরকরানি এসেছেন’।
নিশানায় উদয়ন
এর পরই উদয়ন গুহর উদ্দেশে আক্রমণ শানান তিনি। বলেন, ‘এখানকার উদয়ন গুহ, কোথায় আপনি? আপনার লেকচার আমি শুনেছি। আপনি বলেছেন না, বিরোধী দলনেতা দিনহাটায় এলে না কি বেঁধে রাখবেন? কোথায় যেতে হবে বলুন? আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন। আমি যাচ্ছি। সিকিউরিটি ছাড়াই যাব’।
কেষ্টর পরিণতি স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এই সব কাগুজে বাঘদের সোজা করতে বেশি দিন লাগে না। একটার নাম কেষ্ট মণ্ডল। ভোট এলেই বলত চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা। কেষ্ট কোথায়? কেষ্ট তিহাড়ে। ৩০ ডিসেম্বর ২০২৩, আমি বসিরহাটে সভা করেছিলাম। বলেছিলাম, শাহজাহান, তোমার টাইম হয়ে এসেছে। ১ জানুয়ারি ২০২৪, আমাকে বলল, এই মেদিনীপুরের ছানাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠাব। আজ শাহজাহান কোথায়? বাড়িটাও ইডি অকশনের জন্য নিয়ে নিয়েছে। পুরো পরিবার জেলে। আর আমি কয়েকদিন আগে শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি’।