Loksabha Vote 2024: ১লা মার্চই বাংলায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কাশ্মীরের থেকেও বেশি, কমিশনের নজরে সন্দেশখালি Updated: 24 Feb 2024, 09:31 PM IST Satyen Pal লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে আগামী মাসে। তবে এবার বিরাট কেন্দ্রীয় বাহিনী আসতে আসছে বাংলায়। বাংলার থেকেও কম কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের জন্য।