বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Lok Sabha Election BJP-BJD Alliance Talks: মাঠে মারা গেল মোদী-নবীন ব্রোম্যান্স? BJP-BJD জোট আলোচনায় জল ঢাললেন জগন্নাথ!
পুরনো সম্পর্ক জুড়তে জুড়তে জুড়ল না। বিগত বেশ কয়েকদিন ধরেই ওড়িশায় বিজেপি-বিজেডি জোটের প্রবল সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত নাকি আসন বণ্টন নিয়ে মতবিরোধের জন্যে জোট আলোচনা ভেস্তে গিয়েছে দুই দলের মধ্যে। রিপোর্ট অনুযায়ী, বিজেপি এবং বিজেডি আসন বণ্টন নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকায় জোট সম্ভাবনায় জল ঢালা হয়েছে আপাতত। এই আবহে দুই দলই একা লড়াই করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে। (আরও পড়ুন: সম্পর্ক না জুড়লেও 'বন্ধুত্ব' থাকুক, অন্ধ্রে TDP-র সঙ্গে যেন 'সিচুয়েশনশিপে' BJP)