কোচবিহারের দিনহাটার নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা করে একের পর এক তোপ দাগলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,' প্রধানমন্ত্রী কী বলে গেলেন? ২০২৪ মে চুন চুন করকে সবকো অ্য়ারেস্ট করেগা। জেল মে লে জায়েঙ্গে। চুন চুন করকে প্যাহেলে বিজেপি চোরকো পাকড়াও। ইয়ে দেশ জেলখানা নেহি হ্যায়। আপ জেলখানা বনা দিয়া দেশকো। আপ সন্দেশখালি লে কর খেলতে হ্যায়। একজনকেও মাফ করিনি। এটা সিঙ্গুর, নন্দীগ্রাম, বিলকিস বানো নয়, এনআরসি, ক্যা নেহি হ্যায়, কত মিথ্যে কথা বলবে। আর কালকে ওনার বড় হোম মিনিস্ট্রি, কুচো কাচা, চোর চোট্টা চিটিংবাজ..আর বড়টা বুনিয়াদপুরকে বলছে বেলুড়ঘাট। বলছে উলটে ঝুলিয়ে রেখে দেব। এটা কি হোম মিনিস্টারের শোভা পায়। এত সোজা গেম নেই। প্রথমে আপনার চেহারা দেখুন। আমি জানি এখানে সংখ্য়ালঘুরা আছেন। ওরা অনেক ভয় দেখাবে। আপনারা কেউ ভয় দেখাবেন না। আমি একটা কথা বলে যাব উদয়নকে, কুল কুল। ও তোমায় গন্ডগোলে জড়িয়ে দিয়ে ও বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে। ভুলেও ভুল করো না।'