সম্প্রতি এক নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুতে মমতাকে পালটা আক্রমণ শানাতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও?' বিজেপি নেতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সঙ্গে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জবাব দিতে। এবার জানা গেল। সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশনের শোকজন নোটিশের জবাব লিখে চিঠি পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, সোমবার নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের জবাব পাঠিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (আরও পড়ুন: কর্মী সংখ্যা কমলেও ক্রমে 'স্মার্ট' হচ্ছে কলকাতা মেট্রো, সামনে এল নয়া তথ্য)
আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এল বড় বদল, দিশা দেখাবে কলকাতার বাকি রুটগুলিকেও
উল্লেখ্য, গত ১৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে একটি সভা থেকে অভিজিৎ বলেছিলেন, 'আজ তৃণমূল যে সব মিথ্যে বলছে... ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল বলে দাবি করছে। ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো আট লাখ গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ গুঁজে দেয় এবং দিয়ে রেশন নিয়ে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন।'
কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু আরও বলেন, 'তো তোমার দাম ১০ লাখ টাকা? কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে ফুলটিস কর, সেজন্য? মেকআপ কর। মেকআপ করে বেরোও? আর রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে খাও। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী। সেজন্য রেখা পাত্রকে ২,০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা আর একজন মহিলার সম্বন্ধে এরকম উক্তি করতে পারেন, সেটা আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে-মাঝে।'
অভিজিতের সেই মন্তব্যের প্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়, অভিজিৎ যে মন্তব্য করেছেন, চূড়ান্ত অবমাননাকর। তাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করার দাবি জানায় তৃণমূল। পরে তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ নোটিশ পাঠায় কমিশন। কমিশনের তরফে জানানো হয়, অভিজিৎ যে মন্তব্য করেছেন, তা প্রাথমিকভাবে অসমীচীন, কুরুচিকর এবং অবমাননাকর বলে মনে করা হচ্ছে। যা আদর্শ আচরণবিধির পরিপন্থী। এখন দেখার বিষয়, অভিজিতের জবাবি চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন কোন পদক্ষেপ করে।