জমে উঠছে ভোটের লড়াই। কর্নাটকে একের পর এক আসনে হেভিওয়েট প্রার্থী দিয়েছে বিজেপি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার কর্নাটকে মোটামুটি দুটি আসনে কংগ্রেসের সঙ্গে একেবারে জোর টক্কর হবে বিজেপির। মূলত কংগ্রেসের সিদ্ধারামাইয়া ও ডি কে শিবাকুমারের বিরুদ্ধে এবার জবরদস্ত প্রার্থী দিয়েছে বিজেপি। আর আগামী ১০ মে সেই লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে কর্নাটক।শিবাকুমার হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা হলেন সিদ্ধারামাইয়া। এদিকে মঙ্গলবার প্রথম দফায় ১৮৯জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে দেখা যাচ্ছে মন্ত্রী ভি সোমান্না বরুনা আসন থেকে সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ভোটে লড়ছেন। অন্যদিকে কনকপুরা আসন থেকে শিবাকুমারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির আর অশোকা।তবে এই হেভিওয়েটদের কার্যত গুরুত্ব দিতে রাজি নয় কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন, ওদের লড়তে দিন। আমি স্বাগত জানাচ্ছি। যে খুশি আমার বিরুদ্ধে লড়তে পারেন। আমি তাদের স্বাগত জানাচ্ছি।শিবকুমার জানিয়েছেন, আমি তার ( আর অশোকা) শুভকামনা করছি। রাজনীতিতে লড়াই হতেই পারে। তবে এই লড়াই আমার কাছে একেবারেই নতুন নয়। সেই ১৯৮৫ সালে আমি এইচডি দেবেগৌড়ার বিরুদ্ধে লড়েছি। এরপর এইচডি কুমারাস্বামীর বিরুদ্ধেও আমি লড়াই করেছি। আমার গোটা জীবনটাই একটা সংগ্রাম। আমি লড়াই করতেই থাকব।কিন্তু কেন এই বিশেষ কৌশল নিল বিজেপি? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি আসলে চাইছে সিদ্ধারামাইয়া ও শিবাকুমারের বিরুদ্ধে এমন হেভিওয়েটকে দাঁড় করাতে যাতে তারা আর কেন্দ্র ছেড়ে বের হতে না পারেন। সেই সুযোগটাই কাজে লাগাবে বিজেপি।এদিকে দুই কংগ্রেস প্রাথীই শোনা যাচ্ছে হাই কমান্ডের কাছে জানিয়ে দিয়েছেন, মনোনয়ন পেশের সময় তারা তাদের কেন্দ্রে থাকবেন। কিন্তু বাকি সময়টা অন্য কংগ্রেস প্রার্থীদের জেতানোর জন্য়ও তাদের চেষ্টা করে যেতে হবে।এদিকে বিজেপির সোমান্না হলেন লিঙ্গায়েত কমিউনিটির মানুষ। অন্য়দিকে অশোকা হলে ভোক্কালিগা সম্প্রদায়ের মুখ। ওই কংগ্রেসের শিবাকুমারও একই সম্প্রদায়ের। সেক্ষেত্রে টক্কর যে সমানে সমানে হবে তা বলাই বাহুল্য।এদিকে এর আগে সোমান্না এর আগে কংগ্রেসে থাকাকালীন সিদ্ধারামাইয়ার হয়ে প্রচার করেছিলেন। তিনি বলেন, বরুনা আমার কাছে নতুন কিছু নয়। আমি আমার কাজ করে যাব।অন্যদিকে শিবকুমারের বিরুদ্ধে লড়তে নেমে অশোকার বক্তব্য হল আমি দলের অনুগত সৈনিক।আমাকে যে কনকপুরা থেকে লড়তে হবে তা নিয়ে আমায় আগে কিছু বলা হয়নি। কিন্তু একজন অনুগত সৈনিক হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই পালন করব।