জনতা দল ভেঙে জেডিএস তৈরি হয় ১৯৯৯ সালে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো কর্ণাটকের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জনতা দল সেকুলার। এরপরের নির্বাচন থেকেই আর কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি।
কর্ণাটকে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের
১৯৮৫ সালের পর থেকে কর্ণাটকে কোনও দলই ক্ষমতা ধরে রাখতে পারেনি। সেই রীতি ধরে রেখেই ২০২৩ সালে কংগ্রেস সরকার গড়তে চলেছে এই দক্ষিণী রাজ্যে। তবে অপর একটি রীতি ভাঙতে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত, চলতি শতাব্দীতে এই প্রথম কোনও রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে কর্ণাটকে। উল্লেখ্য, কর্ণাটকের ত্রিমুখী লড়াইতে বিগত দুই দশক ধরে কিংমেকারের ভূমিকায় দেখা গিয়েছে জেডিএস-কে। তবে এবার জেডিএস গদি দখলের লড়াইতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। (কর্ণাটক নির্বাচনের লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)