বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Rahul Gandhi's goof-up video: রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে, নিজেই বললেন রাহুল, পরে বলেন ‘সরি’
পরবর্তী খবর
Rahul Gandhi's goof-up video: রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে, নিজেই বললেন রাহুল, পরে বলেন ‘সরি’
1 মিনিটে পড়ুন Updated: 09 Oct 2023, 06:05 PM ISTAyan Das
আজ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ভুলবশত রাহুল গান্ধী বলে ফেলেন যে রাজস্থান এবং ছত্তিশগড়ে যে সরকার আছে, সেই সরকার ক্ষমতাচ্যুত হয়ে যাবে। আর যে দুই রাজ্যে ক্ষমতায় আছে তাঁর দল কংগ্রেসই।
Ad
রাহুল গান্ধী। (ছবি সৌজন্যে, ভিডিয়ো কংগ্রেস)
অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। আগামী বছর 'ফাইনাল'-র (২০২৪ সালের লোকসভা নির্বাচন) আগে 'সেমিফাইনাল'-র (২০২৩ সালের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট) 'রেজাল্ট' কী হবে, তা নিয়ে নিজের মতপ্রকাশ করছিলেন। তারইমধ্যে মুখ ফসকে রাহুল গান্ধী বলে ফেললেন যে রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতাচ্যুত হবে কংগ্রেসের সরকার। তা শুনে তুমুল হাসির রোল উঠল। মুখ ফসকে তিনি কী বলে ফেলেছেন, তা বুঝতে পেরে হাসির ছলে বিষয়টা লঘু করার চেষ্টা করেন রাহুল। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আর রাহুলকে কটাক্ষ করতে থাকেন নেটিজেনদের একাংশ।
বিষয়টা ঠিক কী হয়েছিল? জাতিভিত্তিক গণনা নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে আজ সাংবাদিক বৈঠক করেন রাহুল। তাঁর বক্তব্যের শেষে স্বভাবতই পাঁচ রাজ্যের (মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানা) বিধানসভা ভোট নিয়ে প্রশ্ন আসে। কারণ আজই ওই পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ নভেম্বর ভোট হবে মিজোরামে। কংগ্রেস-শাসিত ছত্তিশগড়ে ভোট হবে দু'দফায় - ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর ভোটগ্রহণ হবে। রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। আর ৩০ নভেম্বর তেলাঙ্গানায় ভোটগ্রহণ হবে।
সেই প্রশ্নের প্রেক্ষিতে রাহুল বলতে থাকেন, ‘আমি আপনাকে (আগেই) বললাম যে বিজেপির ১০টি রাজ্য আছে। ওদের ওবিসি মুখ্যমন্ত্রীর সংখ্যা এক। মধ্যপ্রদেশে ওদের সরকার ক্ষমতাচ্যুত হবে। রাজস্থানেও ক্ষমতাচ্যুত হবে সরকার (ক্ষমতায় আছে কংগ্রেস)। ছত্তিশগড়েও সরকার ক্ষমতাচ্যুত হবে (ক্ষমতায় আছে কংগ্রেস)। তেলাঙ্গানায় সরকার ক্ষমতাচ্যুত হবে (ভারত রাষ্ট্র সমিতি ক্ষমতায় আছে)।’
তারপরই রাহুল বুঝতে পারেন যে কিছু গড়বড় করে ফেলেছেন। হেসে ফেলে কংগ্রেসের সাংসদ বলেন, ‘সরি, উলটো বলে দিয়েছি। (হেসে) ছত্তিশগড়ে আমাদের সরকার আছে। ফের ক্ষমতায় ফিরবে। আপনি (সাংবাদিককে উদ্দেশ্য করে) আমায় গুলিয়ে দিয়েছেন। রাজস্থানে (আমাদের) সরকার ফের ক্ষমতায় ফিরতে চলেছে। ছত্তিশগড়ে (আমাদের) সরকার ফের ক্ষমতায় ফিরতে চলেছে। মধ্যপ্রদেশে (বিজেপির সরকার) ক্ষমতাচ্যুত হবে। তেলাঙ্গানায়...(কিছুক্ষণ থেমে) ওদের সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে, আমরা ক্ষমতায় আসছি।’
সেইসঙ্গে তিনি দাবি করেন যে ওই পাঁচটি রাজ্যেই (মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানা) জিতবে কংগ্রেস। ওই পাঁচটি রাজ্য-সহ পুরো দেশেই বিজেপি-বিরোধী মনোভাব তৈরি হয়েছে। কংগ্রেসের পক্ষে আছে জনমত।