‘ফাইনাল’-র আগে ‘সেমিফাইনাল’-র নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ৭ নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রায় তিন সপ্তাহ ধরে কোনও এরটি ভোটগ্রহণ পর্ব চললেও শুধুমাত্র ছত্তিশগড়ে দুটি দফায় ভোটগ্রহণ হবে। বাকি চারটি রাজ্যে (মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানা) একটি দফায় ভোটগ্রহণ হতে চলেছে। মিজোরামে ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। মধ্য়প্রদেশে ১৭ নভেম্বর ভোটগ্রহণ হবে। রাজস্থান এবং তেলাঙ্গানায় ভোটগ্রহণ হবে যথাক্রমে ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর। ছত্তিশগড়ে ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর। সার্বিকভাবে ফলপ্রকাশ হবে আগামী ৩ ডিসেম্বর।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা- লাইভ আপডেট
— চারটি রাজ্যে (মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানা) একটি দফায় ভোট হবে। আলাদা-আলাদা দিনে সেই ভোটগ্রহণ হবে। একমাত্র ছত্তিশগড়ে দু'দফায় ভোট হবে। যে ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকা আছে। সব রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৩ ডিসেম্বর। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটপর্ব মিটে যাবে। উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল আটটি দফায়।
— তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট: দক্ষিণ ভারতের রাজ্যে নির্বাচনে প্রচুর টাকা ও উপহারের ফোয়ারা ওঠে বলে অভিযোগ। সেই রাজ্যেও একটি দফায় ভোটগ্রহণ হবে। আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণ। ভোটগণনা ৩০ নভেম্বর।
— রাজস্থানে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট: রাজস্থানেও একটি দফায় ভোটগ্রহণ হবে। ভোট হবে আগামী ২৩ নভেম্বর। ভোটের ফলাফল ৩ ডিসেম্বর।
— মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট: মধ্যপ্রদেশেও একদফায় ভোট হবে। আগামী ১৭ নভেম্বর ভোটগ্রহণ হতে চলেছে। ভোটের গণনা ৩ ডিসেম্বর।
— ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট: দু'দফায় ভোট হবে ছত্তিশগড়ে। প্রথম দফায় ভোট হবে আগামী ৭ নভেম্বর। দ্বিতীয় দফায় আগামী ১৭ নভেম্বর ভোট হবে। ভোটের গণনা আগামী ৩ ডিসেম্বর।
— মিজোরামে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ: আগামী ৭ নভেম্বর ভোট হবে। ভোটের গণনা হবে আগামী ৩ ডিসেম্বর।
— তেলাঙ্গানায় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ১৬ জানুয়ারি। মোট বিধানসভা আসনের সংখ্যা ১১৯। ভোটারের সংখ্যা ৩.১৭ কোটি। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা যথাক্রমে ১৯ এবং ১২।
— রাজস্থান বিধানসভা নির্বাচনের হাল-হকিকত: মোট ভোটারের সংখ্যা ৫.২৫। বিধানসভা আসনের সংখ্যা ২০০। বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ জানুয়ারি। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা যথাক্রমে ২৫ এবং ৩৪।
— আগামী ১৭ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছর লোকসভা নির্বাচনের জন্য সেটা করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।
— মধ্য়প্রদেশের বিধানসভা নির্বাচনের হাল-হকিকত: ২০২৪ সালের ৮ জানুয়ারি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মোট আসন সংখ্যা ২৩০। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৩৫। আর ৪৭টি আসন তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত। মোট ভোটার সংখ্যা ৫.৬ কোটি।
— ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের হাল-হকিকত: মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০। তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ২৯। মোট ভোটার সংখ্যা ২.০৩ কোটি।
— মিজোরাম বিধানসভা নির্বাচনের হাল-হকিকত: বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০। একটি জেনারেল আসন। ৩৯টি আসন তফসিলি উপজাতিদের সংরক্ষিত। মোট ভোটার সংখ্যা ৮.৫২ লাখ।
— পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন। শুরু হয়ে গেল সাংবাদিক বৈঠক। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি রাজ্যের (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলাঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা ভোটের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার একাধিক পদক্ষেপ করেছে, সেগুলি কতটা আমজনতার মনে ধরেছে, সেটার একটা আভাস পাওয়া যেতে পারে বিধানসভা নির্বাচনে। আবার বিরোধীদের নিয়ে আমজনতা কী ভাবছে, সেটারও আভাস মিলতে পারে।
— শুরু হল নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। আছেন ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। তিনি জানালেন, এই পাঁচটি রাজ্যে (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলাঙ্গানা এবং মিজোরাম) যে সংখ্যক বিধানসভা আসন আছে, তা দেশের ছয় ভাগের এক ভাগ।
— বেলা ১২ টা থেকে সাংবাদিক বৈঠক করে পাঁচটি রাজ্যের (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলাঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন।
— আগামী বছর লোকসভা নির্বাচন ভোট আছে। সেই ‘ফাইনাল’-র আগে ২০২৩ সালের শেষের দিকে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। হিন্দি বলয়ের মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান; আবার দক্ষিণ ভারতের তেলাঙ্গানা এবং উত্তর-পূর্ব ভারতের মিজোরামে বিধানসভা নির্বাচন হবে। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ‘অ্যাসিড টেস্ট’-ও বটে।