
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছত্তিশগড়ে কংগ্রেসের একাধিক হেভিওয়েট এবার ভোটে লড়ার টিকিট পাননি। তা নিয়ে ক্ষোভ ক্রমেই চড়ছে। আর সেই ক্ষোভ কমাতে এবার ময়দানে নামল কংগ্রেস। অন্তত ৮জন বিধায়ক এবার টিকিট পাননি। কংগ্রেস জানিয়েছে ক্ষমতায় ফিরলে তাদের বড় পদ দেওয়া হবে।
কংগ্রেস ৩০জন প্রার্থীর তালিকা প্রথম দফায় প্রকাশ করেছে। সেখানে ৮জনের নাম নেই। যে সমস্ত বিধায়কদের নাম নেই তাঁরা হলেন, মুনেশ্বর বাঘেল, ছানি শাহু, মমতা চন্দ্রকর, অনুপ নাগ, শিশুপাল সোরি, দেবতী কর্মা, রাজামন বেঞ্জাম ও গুরুদয়াল সিং বাঞ্জারে। তবে প্রকাশ্যে তারা ক্ষোভ প্রকাশ করেননি।
তবে দলের এই সিদ্ধান্তকে ঘিরে দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।
এক কংগ্রেস নেতার মতে, ৮জন এমএলএ টিকিট পাননি। ৩০জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিধায়করা ১১,০০০ থেকে ৩০,০০০ ভোটের মার্জিনে তার জিতেছিলেন। কিন্তু সেই ধরনের বিধায়করা কেন টিকিট পেলেন না তা নিয়ে প্রশ্নটা রয়েছে। তবে যেটুকু জানি কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে আগামী দিনে কিন্তু বড় বিদ্রোহ হতে পারে দলের অন্দরে।
তবে স্থানীয় মিডিয়া খবর, ছানি শাহু জানিয়েছেন, ২০১৮ সালে প্রথম টিকিট পেয়েছিলাম। আমি আমার বিধানসভা এলাকার জন্য প্রচুর কাজ করেছি। মুনেশ্বর বাঘেল স্থানীয় মিডিয়ায় জানিয়েছেন, বেশিরভাগ কর্মী এবার পদত্যাগ করতে চাইছেন।
ভূপেশ বাঘেল ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতার দাবি, আমরা জানি ওদের মধ্য়ে কয়েকজন খুশি নন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছি। ওরা যাঁতে নির্দল হিসাবে না দাঁড়িয়ে পড়েন সেটা দেখা দরকার। অন্য দলে যাতে না যান সেটাও দেখা হচ্ছে। গোটা তালিকা প্রকাশ হওয়ার পরে আমরা তাঁদের নিয়ে মিটিং করব।
এদিকে ৩০জন প্রার্থীর মধ্য়ে ১৪টি আসন সংরক্ষিত এসসি, এসটিদের জন্য। ১৩টা সাধারণ ক্যাটাগরির। কংগ্রেস ৯জন প্রার্থী দিয়েছে ওবিসিদের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports