
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অসমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া আসনের উপনির্বাচনে ৭০% ভোট পেয়ে বড় জয় BJP-র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মাজুলি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তবে নির্বাচনের পর অসমের মুখ্যমন্ত্রী করা হয় হিমন্ত বিশ্ব শর্মাকে। কেন্দ্রের মন্ত্রী করা হয় সর্বানন্দকে। এরপরই বিধানসভায় ইস্তফা দেন সর্বানন্দ। খালি হয় মাজুলি আসনটি। সেই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচ রাজ্যের ভোটের সাথেই। সেই আসনে বড় ব্যবধানে জয় পেল বিজেপি।
এদিন প্রকাশিত ফলে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী ভুবন গাম ৫০ হাজারের বেশি ভোট পেয়ে (৭০.৩৫ শতাংশ)। এই আসনে দ্বিতীয় স্থানে অসম জাতীয় পরিষদের প্রার্থী চিত্তরঞ্জন বাসুমাতারি পেয়েছেন ১৮ হাজারের বেশি ভোট। এই আসনে তৃতীয় স্থানে ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির প্রার্থী ভাইটি রিচং। তিনি পান ১৭৫৫টি ভোট। এর আগে কংগ্রেস ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনবার এই আসনটি জিতেছিল। তবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি কংগ্রেস। নবগঠিত আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদ এই আসনে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তবে তারা ধরাসায়ী হয়েছে এই আসনে।
এদিকে গতকালই প্রকাশিত হয় অসমের পুরভোটের ফল। সেখানেও জয়জয়কার দেখা যায় হিমন্তের নেতৃত্বাধীন বিজেপি। ৮০টি পুরসভার মধ্যে অন্তত ৭৩টি পোরসভায় বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। এই নির্বাচনের ফল প্রকাশের পরদিনই ফের অসমে বড় জয় গেরুয়া শিবিরের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports